Oppo Reno 6 Pro 5G vs OnePlus 9R: একই দামের দুটি প্রিমিয়াম স্মার্টফোনের, কোনটা সেরা জানুন

Oppo Reno 6 Pro 5G vs OnePlus 9R: একই দামের দুটি প্রিমিয়াম স্মার্টফোনের, কোনটা সেরা জানুন
HIGHLIGHTS

OnePlus 9R এর তুলনা Oppo Reno 6 Pro 5G ফোনের সাথে করে বলবো

Oppo Reno 6 Pro 5G ফোনের দাম 39,990 টাকা থেকে শুরু

ওয়ানপ্লাস 9 আর ফোনের দাম 39,999 টাকা থেকে শুরু হয়

OnePlus 9R vs Oppo Reno 6 Pro 5G: ভারতীয় বাজারে সম্প্রতি Oppo Reno 6 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের প্রতিযোগিতা ভারতে পাওয়া OnePlus 9R  করা হচ্ছে। আপনি যদি কোনও নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আমরা আপনাকে বাজারে পাওয়া অসাধারণ স্মার্টফোন OnePlus 9R এর তুলনা Oppo Reno 6 Pro 5G ফোনের সাথে করে বলবো। এখানে আমরা এই দুটি ফোনের দাম থেকে শুরু করে ফিচার্স পর্যন্ত সমস্ত রকমের তুলনা করবো। এই তুলনা দেখে আপনার নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কোন স্মার্টফোনটি আপনার জন্য হবে বেস্ট অপশন।

Oppo Reno 6 Pro 5G vs OnePlus 9R: ডিসপ্লে

  • Oppo Reno 6 Pro 5G-তে 6.55-ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা রেজোলিউশন 1080×2400 পিক্সেলের রয়েছে।
  • OnePlus 9R ফোনে 6.55-ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল রয়েছে। ফোনে গরিলা গ্লাসের সুরক্ষা দেওয়া হয়েছে। এর আসপেক্ট রেশিও 20: 9।

Oppo Reno 6 Pro 5G vs OnePlus 9R: প্রসেসর

  • ওপ্পো রেনো 6 প্রো 5G ফোনে অক্টা-কোর মিডিয়া ডাইমেনসিটি 1200 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
  • ওয়ানপ্লাস 9 আর ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Oppo Reno 6 Pro 5G vs OnePlus 9R: অপারেটিং সিস্টেম

  • ওপ্পো রেনো 6 প্রো 5জি সম্পর্কে কথা বললে, এই ফোনে ColorOS 11.3 ভিত্তিতে অ্যান্ড্রয়েড 11-এ ভিত্তিক করা।
  • ওয়ানপ্লাস 9আর ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।

Oppo Reno 6 Pro 5G vs OnePlus 9R: ক্যামেরা সেটআপ

  • ওপ্পো রেনো 6 প্রো 5G ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল, দ্বিতীয় লেন্স 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল, তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং চতুর্থ লেন্সটি 2 মেগাপিক্সেল মনো সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
  • ওয়ানপ্লাস 9 সিরিজে এর এই দুর্দান্ত ফোনে কোয়াড রিয়ার রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাথমিক সেন্সর 48 মেগাপিক্সেল। এর সাথে 16 মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং 2 মোনো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ওয়ানপ্লাস 9 আর ফোনে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Oppo Reno 6 Pro 5G vs OnePlus 9R: সেন্সর

  • ওপ্পো রেনো 6 প্রো 5G-তে রয়েছে ফেস আনলক, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কমপাস / ম্যাগোনিমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার সেন্সর, এম্বিয়েন্ট লাইট সেন্সর এবং জাইরোস্কোপ সেন্সর।
  • ওয়ানপ্লাস 9 আর ফোনের সেন্সর সম্পর্কে কথা বললে এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কমপাস / ম্যাগনোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার সেন্সর, এম্বিয়েন্ট লাইট সেন্সর এবং জাইরোস্কোপ সেন্সর রয়েছে।

Oppo Reno 6 Pro 5G vs OnePlus 9R: ব্যাটারি ব্যাকআপ

  • ওপ্পো রেনো 6 প্রো 5জি ফোনে একটি 4500mAh ব্যাটারি রয়েছে যা 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • ব্যাটারি ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস 9 আর-তে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Oppo Reno 6 Pro 5G vs OnePlus 9R: দাম

  • ওপ্পো রেনো 6 প্রো 5জি ফোনে দাম 39,990 টাকা থেকে শুরু।
  • ওয়ানপ্লাস 9 আর ফোনের দাম 39,999 টাকা থেকে শুরু হয়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo