মুহুর্তের মধ্যে বিক্রি হচ্ছে এই সস্তা 5G Smartphones, আউট অফ স্টক হওয়ার আগে কিনে নিন

মুহুর্তের মধ্যে বিক্রি হচ্ছে এই সস্তা 5G Smartphones, আউট অফ স্টক হওয়ার আগে কিনে নিন
HIGHLIGHTS

2021 সালেও ভারতে অনেক 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে।

সেরা বাজেটের 5G স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে realme narzo 30 pro 5g, realme 8s 5g, poco m3 pro 5g

ভারতে 5G Network 2022 সালে অর্থাৎ পরের বছর আসবে বলে আশা করা হচ্ছে

ভারতে 5G নেটওয়ার্ক 2022 সালে অর্থাৎ পরের বছর আসবে বলে আশা করা হচ্ছে, কিন্তু 2021 সালেও ভারতে অনেক 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। আপনি যদি এখন কোনও 5G স্মার্টফোন কিনতে চান তবে বাজারে আপনার জন্য রয়েছে অনেক অপশন। আসুন এই বছর লঞ্চ হওয়া সেরা বাজেটের 5G স্মার্টফোনগুলির কিছু সম্পর্কে জেনে নেওয়া যাক, যার মধ্য়ে রয়েছে Poco M3 Pro 5G, Realme Narzo 30 Pro 5G, Realme 8s 5G, Redmi Note 11T 5G, Lava Agni 5G, Xiaomi 11 Lite NE 5G এবং Samsung Galaxy M52 5G।

Poco M3 Pro 5G

এই ফোনটি দুর্ধর্ষ ডিজাইনের সাথে বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনে রয়েছে 6.5 ইঞ্চির FHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। স্পিড এবং মাল্টিটাস্কিং এর জন্য ফোনটিতে MediaTek Dimensity 700 প্রসেসর দেওয়া হয়েছে। সঙ্গে থাকছে 6GB RAM এবং 128GB স্টোরেজ Poco M3 Pro 5G ফোনে। এই ফোন ডুয়াল-ব্যান্ড 5G তে কাজ করে। এছাড়া ফোনের ডিসপ্লেতে ডায়নামিক সুইচ দেওয়া হয়েছে।

ক্যামেরার জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 48MP। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP ম্যাক্রো সেন্সর এবং আর একটি 2MP ডেপথ সেন্সর। ফোনে নাইট মোড, ভিডিয়ো ম্যাক্রো মোড, টাইম-ল্যাপস ভিডিয়ো এবং স্লো-মোশন ভিডিও ফিচার দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

Poco M3 Pro 5G ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর ব্যাটারি একটি বার চার্জে 2 দিন পর্যন্ত কাজ করবে। এখান থেকে কিনুন

Realme Narzo 30 Pro 5G

এই লেটেস্ট রিয়েলমি স্মার্টফোন Android 10 এর ভিত্তিতে রিয়েলমি ইউআই-তে কাজ করে। ফোনে 6.5 ইঞ্চির ফুল-এইচডি + (1080 x 2400 পিক্সেল) ডিসপ্লে রয়েছে। ফোনের অ্যাসপেক্ট রেশিও 20: 9, রিফ্রেশ রেট 120 হার্জেড এবং স্ক্রিন-টু-বডি রেশিও 90.7 শতাংশ, টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ রয়েছে।

মাল্টিটাস্কিংয়ের জন্য মিডিয়াটেক ডাইমেনশন 800 ইউ প্রসেসর ব্যবহৃত হয়েছে, বলে দি যে এই চিপসেটের ব্যবহার সম্প্রতি লঞ্চ হওয়া Realme X7 স্মার্টফোনে করা হয়েছে। গ্রাফিক্সের জন্য Mali-G57 MC3 জিপিইউ দেওয়া হয়েছে। ফোনে 8 জিবি পর্যন্ত র‌্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো সম্ভব।

এই লেটেস্ট রিয়েলমি স্মার্টফোনে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, বলে দি যে রিটেল বক্সে সংস্থা 30 ওয়াটের একটি ফাস্ট চার্জরও দেওয়া হয়েছে। সংস্থা দাবি করেছে যে চার্জার 65 মিনিটে 0 থেকে 100 শতাংশ ফোন চার্জ করে। এছাড়াও ফোন ওটিজি রিভার্স চার্জিংও সপোর্ট করে।

Realme Narzo 30 Pro এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এর প্রাথমিক ক্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেল, অ্যাপারচার এফ/1.8, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর এবং এর অ্যাপারচারটি এফ/2.4 । একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকছে এবং এর অ্যাপারচারটি এফ/2.1। এখান থেকে কিনুন

Realme 8s 5G

Realme 8s 5G স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 Hz, অ্যাসপেক্ট রেশিও 20:9 ও টাচ স্যাম্পেল রেট 180Hz। এছাড়া রয়েছে 600 নিটস পিক ব্রাইটনেস। Realme 8s 5G মডেল চলবে Android 11 ভার্সনে। প্রসেসর হিসেবে রয়েছে  মিডিয়াটেক ডাইমেনসিটি 810 Soc চিপসেট।  এই চিপসেটে যুক্ত রয়েছে 8GB LPDDR4x RAM  যা সাপোর্ট করে মাল্টিটাস্কিংয়ের জন্য 5GB ভার্চুয়াল RAM।

Realme 8s 5G মোবাইলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে 64MP প্রাইমারি সেন্সর সঙ্গে f/1.8 লেন্স। এছাড়া রয়েছে  2MP মোনক্রম পোট্রেট সেন্সর সঙ্গে f/2.4 লেন্স ও 2MP সেন্সর সঙ্গে f/2.4 ম্যাক্রো লেন্স। এছাড়াও ভিডিও চ্যাট ও সেলফির জন্য রয়েছে 16MP সেলফি ক্যামেরা সেন্সর সঙ্গে f/2.1 লেন্স।

Realme 8s 5G মোবাইলে 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এছাড়া রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 33 W ডার্ট চার্জ ফাস্ট চার্জের ফিচার। এছাড়া মিলবে 4G ও 5G কানেক্টিভিটি, Bluetooth, GPS, ইউএসবি টাইপ সি পোর্টসহ একাধিক ফিচার। এখান থেকে কিনুন

Redmi Note 11T 5G

Redmi Note 11T 5G-এ Android 11 ভিত্তিক MIUI 12.5 রয়েছে। এতে একটি 6.6-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন আছে তবে কোম্পানি এর ভার্সন সম্পর্কে কোনো তথ্য দেয়নি। ফোনে MediaTek Dimensity 810 প্রসেসর, গ্রাফিক্সের জন্য Mali-G57 MC2 GPU, 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনে RAM বুস্টারও রয়েছে যা 3GB পর্যন্ত RAM বাড়াতে পারে।

ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/1.8 রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। ফোনের ফ্রন্টে 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f/2.45 আছে। কানেক্টিভিটির জন্য, ফোনে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5.1, GPS/ A-GPS, IR, USB Type-C পোর্ট, সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এতে 5000mAh ব্যাটারি রয়েছে যার সাথে 33W Pro ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া। চার্জার বক্সেই পাওয়া যাবে। এতে ওয়াটার রেসিস্টেন্ট জন্য IP5 রেটিং পেয়েছে। এখান থেকে কিনুন

Xiaomi 11 Lite NE 5G

এটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক MIUI 12.5 তে কাজ করে। এতে 6.55-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে যার পিক্সেল রেজোলিউশন 1080×2400। এতে 90Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, HDR 10+ এবং ডলবি ভিশন সাপোর্টের মতো ফিচার রয়েছে। এই ফোন Qualcomm Snapdragon 778G প্রসেসর সহ আসে। এতে 8GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেল। দ্বিতীয় 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5 মেগাপিক্সেল টেলি-ম্যাক্রো সেন্সরও দেওয়া হয়েছে। সেলফির জন্য 20 মেগাপিক্সেল সেন্সর আছে।

Xiaomi 11 Lite NE 5G একটি 4250mAh ব্যাটারি সাপোর্ট করে যা 33W ফাস্ট চার্জিংয়ের সাথে আসে। কানেক্টিভিটির জন্য 5G (12 ব্যান্ড সাপোর্ট), 4G LTE, ওয়াই-ফাই 6, ব্লুটুথ v5.2, GPS / A-GPS, NFC, IR ব্লাস্টার এবং একটি USB টাইপ-সি পোর্টের মতো ফিচারও দেওয়া হয়েছে। এটি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসে। এখান থেকে কিনুন

Samsung Galaxy M52 5G

Samsung Galaxy M52 5G মোবাইলে রয়েছে সুপার অ্যামোলয়েড প্লাস ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120HZ এবং অ্যাসপেক্ট রেশিও 20:9।এই ডিভাইসের স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন রয়েছে 1080X2400। এই মোবাইলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর।স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এসডি কার্ড ব্যাবহারের মাধ্যমে মোবাইলের স্টোরেজ বাড়ানো যাবে 1TB পর্যন্ত। এই মোবাইলে পাওয়া যাবে ডডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমের সুবিধা। এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে  64MP সেন্সর। এছাড়া রয়েছে 12MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো শুটার।ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32MP ক্যামেরা।

অ্যাক্সিলারোমিটার সেন্সর, অ্যাম্বিয়্যান্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর। এই মোবাইলে ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি সেইসঙ্গে মিলবে 65W ফাস্ট চার্জের সুবিধা। এই ডিভাইস চলবে Android 11 নির্ভর UI 3.1 অপারেটিং সিস্টেমে।কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে ওয়াইফাই, Bluetooth, GPS/A-GPS, NFC এবং ইউএসবি টাইপ- সি পোর্ট।স্যামসাং জানিয়েছে নতুন এই গ্যালাক্সি মোবাইলে দেবে টানা 20 ঘণ্টার প্লে-ব্যাক টাইম। এখান থেকে কিনুন

Lava Agni 5G

Lava Agni 5G ফোনে Android 11 দেওয়া হয়েছে। ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের স্টাইল পাঞ্চহোল। ফোনে MediaTek Dimensity 810 প্রসেসর, 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে, যা মেমরি কার্ডের সাহায্যে বাড়ানো যেতে পারে।

লাভার এই ফোনে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/1.79 রয়েছে। দ্বিতীয় লেন্সটি 5 মেগাপিক্সেলের। তৃতীয় লেন্স 2-মেগাপিক্সেলের ডেপথ এবং চতুর্থ লেন্স 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনের ফ্রন্টে 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরার সাথে সুপার নাইট মোড, প্রো মোড এবং AI এর মত মোড দেওয়া হয়েছে।

ফোনে 30W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে। দাবি করা হয়েছে যে 90 মিনিটের মধ্যে ফুল চার্জ ব্যাটারি হয় যাবে। এখান থেকে কিনুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo