বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করবেন কীভাবে, দেখে নিন স্টেপ

বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করবেন কীভাবে, দেখে নিন স্টেপ
HIGHLIGHTS

অনলাইনেও করা যাবে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্কের কাজ

যে কোনো রেশনের দোকানেই দুটি ডকুমেন্ট লিঙ্কের কাজ করা যাবে

তার জন্য যেতে হবে খাদ্য এবং সরবরাহ দপ্তরের অফিসিয়াল সাইটে

আধার কার্ডের (Aadhaar Card) সাথে রেশন কার্ডের (Ration Card) লিঙ্কের বিষয়টি ঘোষণার ফলে চিন্তার ভাঁজ পড়েছে বহু মানুষের কপালে। কেননা অনেকেই বুঝতে পারছেন না যে কোথায় গেলে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করা যাবে। আর এই লিঙ্কের কাজ না হলে পাওয়াও যাবে না সরকারি রেশন। তবে আর চিন্তার কারণ নেই, কেননা আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি এমন এক প্রতিবেদন যেখান থেকে আপনি খুব সহজেই জানতে পারবেন যে গোটা পশ্চিমবঙ্গে ঠিক কোথায় কোথায় রেশন এবং আধারকার্ডের লিঙ্ক করা যাবে। অনলাইনে কিভাবে লিঙ্ক করতে পারবেন তার পদ্ধতি সম্পর্কেও রয়েছে বিস্তারিত-

পশ্চিমবঙ্গের খাদ্য এবং সরবরাহ দপ্তরের (Food and Supplies Department of West Bengal) পক্ষ থেকে টুইটারে গ্রাহকদের জন্য একটি টোল-ফ্রি নাম্বার প্রকাশ করা হয়েছে। 1967 বা 1800-385-5505 নাম্বারে কল করে রেশন এবং আধারকার্ডের লিঙ্ক সম্পর্কে সমস্ত খবর জানা যাবে। এছাড়াও সরকারি দপ্তর থেকে আরও বলা হয়েছে যে-

  • যে কোনো রেশনের দোকান থেকেই রেশন কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করা যাবে।
  • নিকটস্থ যে কোনো বাংলা সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে আধারকার্ড এবং রেশনকার্ডের লিঙ্ক।
  • কাছের কোনো ফুড ইন্সপেকশনের অফিসে গেলে করে দেওয়া হবে রেশন কার্ডের সাথে আধারকার্ডের লিঙ্ক।

তবে আধারকার্ডের (Aadhaar Card) সাথে রেশন কার্ডের (Ration Card) লিঙ্ক আপনি চাইলে অনলাইনেও করাতে পারবেন, সেইজন্য আপনাকে –

  • সবার প্রথমে আপনাকে খাদ্য এবং সরবরাহ দপ্তরের অফিসিয়াল সাইটে যেতে হবে। চাইলে wbpds.wb.gov.in সাইটে ডিরেক্ট সার্চ করতে পারেন।
  • এরপর একটু স্ক্রল ডাউন করলে “Link aadhaar and mobile with your Ration Card” অপশন চোখে পড়বে।
  • এই অপশনে ক্লিক করে রেশন কার্ডের ক্যাটেগরি এবং মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে।
  • এর ফলে আধারকার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক ও শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করার অপশন আসবে।
  • প্রয়োজন মতন অপশন বেছে নিয়ে পুরো প্রসেস কমপ্লিট করতে হবে।
  • এরপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে, সেটা ইনপুট করলেই লিঙ্কের কাজ শুরু হয়ে যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo