Upcoming Bollywood Movies: সেপ্টেম্বর মাসেই রিলিজ হচ্ছে একগুচ্ছ সিনেমা? দেখে নিন লিস্ট

HIGHLIGHTS

চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে রিলিজ হচ্ছে এবং হতে চলেছে একাধিক ছবি

সবচেয়ে বড় সিনেমাগুলিও OTT-তে দেখা যেতে পারে

এই মাসেই মুক্তি পেতে চলেছে বহু চমৎকার সিনেমা

Upcoming Bollywood Movies: সেপ্টেম্বর মাসেই রিলিজ হচ্ছে একগুচ্ছ সিনেমা? দেখে নিন লিস্ট

চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে রিলিজ হচ্ছে এবং হতে চলেছে একাধিক ছবি। একই সময়ে, সিনেমার পরে, এমনকি সবচেয়ে বড় সিনেমাগুলিও OTT-তে দেখা যেতে পারে। সেপ্টেম্বর মাসেও OTT-এর দর্শকরা বিনোদনের দারুণ ডোজ পেতে চলেছে। অর্থাৎ এই মাসেই মুক্তি পেতে চলেছে বহু চমৎকার সিনেমা। আসুন জেনে নেওয়া যাক কী কী ছবি মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে? রইল লিস্ট…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কাঠপুতলি (Cuttputlli)

অ্যাকশন থ্রিলার মুভি এটা, অভিনয়ে থাকছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। শিশু অপহরণের যে দল আছে তাদের খুঁজে বের করাই লক্ষ্য পুলিশের। টানটান উত্তেজনা, রহস্যে ভরা এই ছবি। মুক্তি পেয়েছে 2 সেপ্টেম্বর। তবে বড় পর্দায় নয়, Disney+ Hotstar। এই ছবির পরিচালনা করেছেন রণজিৎ তিওয়ারি (Ranjit M Tewari)। অভিনয়ে অক্ষয় কুমার ছাড়াও থাকবেন রকুল প্রীত সিং (Rakul Preet Singh), সরগুন মেহতা (Sargun Mehta), চন্দ্রচূড় সিং (Chandrachur Singh)।

ব্রহ্মাস্ত্র (Brahmastra: Part One- Shiva)

এক যুবকের গল্প বলবে এই ছবি, যার নাম শিব এবং যার মধ্যে আছে অতিমানবিক শক্তি। এখানে দেখা যাবে সে কী ভাবে নিজেকে নতুন করে আবিষ্কার করে এবং প্রেম খুঁজে পায়। কিন্তু এই যাত্রায় তাকে কিসের সম্মুখীন হতে হয় তাও দেখা যাবে। এই ছবি হয় গিয়েছে 9 সেপ্টেম্বর। বড় পর্দায় দেখা যাবে। অভিনয়ে থাকবেন রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), নাগার্জুন (Nagarjuna), প্রমুখ। এই ছবির পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji)।

upcoming bollywood movies

বাবলি বাউন্সার (Babli Bouncer)

এই ছবিতে দেখা যাবে এক মহিলা বাউন্সারের গল্প। সে কী করে নিজের জায়গা তৈরি করে সেটাই ধরা পড়বে এই ছবিতে। এই ছবিটি Disney+ Hotstar এ 23 সেপ্টেম্বর মুক্তি পাবে। অভিনয়ে আছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia), অভিষেক বাজাজ (Abhishek Bajaj), প্রমুখ। মধুর ভাণ্ডারকর (Madhur Bhandarkar) এই ছবিটির পরিচালনা করেছেন।

ধোখা রাউন্ড দি কর্নার (Dhokha: Round D Corner)

কঠোর সত্যি মিথ্যায় বোনা। এক গৃহবধুর জীবনে কী করে আর কেন বিপদ নেমে আসে সেটা দেখা যাবে এই ছবিতে। আগামী 23 সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে বড় পর্দায়। অভিনয়ে থাকবেন আর মাধবন (R. Madhavan) , খুশালি কুমার (Khushali Kumar), প্রমুখ। কুকি গুলাটি (Kookie Gulati) এই ছবির পরিচালনা করেছেন।

পোন্নিয়িন সেলভান 1 (Ponniyin Selvan: 1)

চোল সাম্রাজ্যের যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল দশম শতকে সেটাই দেখা যাবে এই ছবিতে। কীভাবে শাসক পরিবারের বিভিন্ন শাখায় ফাটল ধরে, কোন কোন সমস্যা উঠে আসে সেটাই এই ছবিতে দেখা যায়। এই ছবিটিও 30 সেপ্টেম্বর মুক্তি পাবে বড় পর্দায়। অভিনয়ে আছেন বিক্রম (Vikram), কার্তি (Karthi), জয়ম রবি (Jayam Ravi) প্রমুখ। পরিচালনা করেছেন মণি রত্নম (Mani Ratnam)।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo