উইকেন্ডের মুড জমুক ওয়েব সিরিজের সঙ্গে! Hoichoi-এর এই 5 সিরিজ না দেখলে চটপট দেখে ফেলুন

Subhasmita Kanji দ্বারা | পাবলিশড অন 26 May 2023 11:54 IST
উইকেন্ডের মুড জমুক ওয়েব সিরিজের সঙ্গে! Hoichoi-এর এই 5 সিরিজ না দেখলে চটপট দেখে ফেলুন
HIGHLIGHTS
  • Hoichoi প্ল্যাটফর্মে সদ্যই একাধিক ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে

  • ক্রাইম থেকে থ্রিলার, প্রেম থেকে মজার নানা ধরনের কনটেন্ট পাবেন

  • এই উইনকেন্ডে Hoichoi থেকে দেখে ফেলুন মহানগর 2 সহ এই ওয়েব সিরিজগুলো

রাত পোহালেই উইকএন্ড। কী করবেন ভেবেছেন এই সপ্তাহের শেষ দুটো দিনে? বাড়ি থাকবেন? ঠিকই এই গরমে কোথায়ই বা আর যাওয়া যায়!

আপনার যদি এই গরমে বাড়ি থাকার প্ল্যান হয়, তাহলে শুক্র শনি রবির রাত নাহয় বাড়িতে আলিস্যি করে সিরিজ দেখেই কাটুক! কী দেখবেন? সেটাও বাৎলে দিচ্ছি।

হইচইয়ে সদ্য বা বিগত এক দেড় মাসের মধ্যেই একাধিক ফাটাফাটি সিরিজ মুক্তি পেয়েছে, সেগুলোর মধ্যে একটা দেখতে পারেন। দেখে নিন তালিকায় কোনগুলো রাখবেন। 

Rajneeti

সৌরভ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ রাজনীতি মুক্তি পাচ্ছে আজ। এটি একটি 7 পর্বের সিরিজ। মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, অর্জুন রায়, অর্জুন কাপুর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। এই গল্পে উঠে আসবে এক রাজনৈতিক পরিবারের ঘটনা।

এখানে দিতিপ্রিয়ার চরিত্রের নাম রাশি। তাঁর বাবা হয়েছেন কৌশিক। 

Care of Jamai

এই সিরিজটি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। জামাইষষ্ঠী উপলক্ষ্যে এটি মুক্তি পেয়েছে। দুই পর্বের এই সিরিজের প্রথম পর্ব 20 মে এবং দ্বিতীয় পর্ব 24 মে মুক্তি পেয়েছে। সায়ন্তন ধারা পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রোহন ভট্টাচার্য এবং মধুরিমা বসাককে। 

আরও পড়ুন: বন্ধুর সঙ্গে Netflix পাসওয়ার্ড ভাগ চান? তাহলে করতে হবে অতিরিক্ত খরচ, কত জানেন?

Homestay Murders

ঘুরতে গিয়ে খুন! এক গল্পে জড়িয়ে অনেকে, সন্দেহভাজন একজন হলেও খুনি কি তিনিই? রহস্যের জালে মোড়া এই সিরিজটিতে আছে 6টা পর্ব। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকার, অর্জুন চক্রবর্তী, সৌরভ দাস, অপরাজিতা ঘিসজ সবুজ বর্ধন, যুধাজিৎ সরকার, দেবচন্দ্রিমা সিংহ রায়, পার্নো মিত্র। এটি 12 মে মুক্তি পেয়েছে। 

Jaatishawr

এই সিরিজে প্রধান ভূমিকায় আছেন রোহন ভট্টাচার্য এবং মধুমিতা সরকার। সানি ঘোষ রায়ের এই সিরিজে উঠে আসবে গত জন্মের সঙ্গে এই জন্মের যোগসূত্রের কথা। কাজে গিয়ে কোন রহস্যে ফাঁদে পা দেবেন মধুমিতা? এটি ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে। 

আরও পড়ুন: Hoichoi তে 14 দিনে 14টি সিনেমা দেখুন, 5 ছবি কোনও ভাবেই মিস করা যাবে না

Mohanagar 2

আশফাক নিপুণের অতি নিপুণতার সঙ্গে বানানো এই সিরিজকে পছন্দের তালিকায় রাখতে পারেন। গত সিজনের চরম জনপ্রিয়তার পর এই সিজন মুক্তি পেয়েছে ইদল ফিতরের দিন। এই সিরিজে দেখা যাবে মোশারফ করিম, শ্যামল মাওলা, সরকার রৌনক রিপন, প্রমুখ।

Subhasmita Kanji
Subhasmita Kanji

Email Email Subhasmita Kanji

Follow Us Facebook Logo

About Me: I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. Read More

ট্রেন্ডিং আর্টিকেলস

Advertisements

লেটেস্ট আর্টিকেল ভিউ অল

VISUAL STORY ভিউ অল