OnePlus 9 RT স্মার্টফোন বাজারে আসছে 13 অক্টোবর, জানুন দাম এবং ফিচার

OnePlus 9 RT স্মার্টফোন বাজারে আসছে 13 অক্টোবর, জানুন দাম এবং ফিচার
HIGHLIGHTS

OnePlus 9 RT স্মার্টফোন 13 অক্টোবর চিনের টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে

OnePlus ব্র্যান্ড মার্কেটে লঞ্চ করতে চলেছে OnePlus Buds Z2 কিছুদিনের মধ্যেই

কোম্পানির তরফে OnePlus 9 RT ফোনের কয়েকটি রেন্ডার লিক করা হয়েছে

OnePlus 9 RT স্মার্টফোন টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। কোম্পানির তরফে জানানো হয়েছে যে OnePlus 9 RT মডেল আগামী 13 অক্টোবর লঞ্চ করতে চলেছে। এই নতুন মোবাইলে OnePlus 9 R মডেলের নেক্সট জেনারেশন ফোন হিসেবে মার্কেটে আসতে চলেছে। OnePlus ব্র্যান্ড নতুন এই মডেলের বেশ কয়েকটি রেন্ডার লিক করেছে। যেখানে নতুন মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। নতুন স্মার্টফোন ছাড়াও আগামী সপ্তাহে OnePlus ব্র্যান্ড মার্কেটে লঞ্চ করতে চলেছে One Plus Buds Z2।

চাইনিজ প্ল্যাটফর্ম উইবোতে (Weibo) ঘোষণা করা হয়েছে যে 13 অক্টোবর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বিকেল 5 টায় OnePlus 9 RT ফোন লঞ্চ করবে। জানা গিয়েছে চিনে লঞ্চের কিছুদিন পরেই ভারতে লঞ্চ করতে পারে OnePlus 9 RT মডেল। এছাড়াও 13 অক্টোবর One Plus Buds Z2 লঞ্চ করা হচ্ছে যাতে রয়েছে TWS ফিচার।

OnePlus 9 RT ফোনের সম্ভাব্য দাম-

চিনের ই-কমার্স সাইট JD.com থেকে ক্রেতারা এখন এই ফোনের প্রি- বুকিং করতে পারছেন। জানা যাচ্ছে এই ফোনের দাম হতে পারে CNY 2000 থেকে CNY 3000 –র মধ্যে। যা ইন্ডিয়ান কারেন্সিতে 23,300 টাকা থেকে 34,900 টাকা মতন। তবে এখনো অফিসিয়ালি দাম সম্পর্কে কিছু জানা যায়নি।

OnePlus 9 RT ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন- 

  • OnePlus 9 RT ফোন থাকতে পারে এইচডি  ডিসপ্লে এবং  রিফ্রেশ রেট হতে পারে 120Hz।
  • এই ফোন আসতে পারে পাওয়ার ফুল ব্যাটারি সমেত যা  সাপোর্ট করবে ওয়্যারপ ফ্ল্যাশ চার্জ।
  • এই ফোন কাজ করতে পারে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর।
  • এই ফোনে থাকতে পারে 50MP Sony IMX766 প্রাইমারি ক্যামেরা।
  • এছাড়া ব্যাটারি ফিচার হিসেবে পাওয়া যেতে পারে 4,500 mAh ব্যাটারি।
  • ফোনে থাকতে পারে 65W ফাস্ট চার্জের সাপোর্ট।
  • রিপোর্ট অনুসারে এখনো পর্যন্ত এই মোবাইলে লঞ্চ হতে পারে তিনটি কালার ভ্যারিয়েন্টে। তবে কোম্পানির প্রকাশিত রেন্ডারে গ্রে-কালার ভ্যারিয়েন্টের দেখা মিলেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo