Samsung Galaxy F12 এবং Galaxy F02s আজ হবে লঞ্চ, দাম হবে 10 হাজার টাকার কম

Samsung Galaxy F12 এবং Galaxy F02s আজ হবে লঞ্চ, দাম হবে 10 হাজার টাকার কম
HIGHLIGHTS

স্যামসাং Galaxy F12 এবং F02s এর লঞ্চ ইভেন্টটি দুপুর 12 টায় শুরু হবে

Samsung Galaxy F12 ফোনে 48MP ক্যামেরা এবং 90Hz রিফ্রেশ রেটের মতো ফিচার দেওয়া হয়েছে

Galaxy F02s-এ 5000mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার থাকতে পারে

Samsung আজ তার Galaxy F সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন Galaxy F12 এবং Galaxy F02s লঞ্চ করতে চলেছে। দুটি স্মার্টফোনের মাইক্রোওয়েবসাইট Flipkart-এ লাইভ রয়েছে। মাইক্রোসাইটে আজ লঞ্চ হওয়া এই দুটি স্মার্টফোনের বিশেষ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। গ্যালাক্সি F12 ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং 90Hz রিফ্রেশ রেটের মতো ফিচার দেওয়া হয়েছে। তবে Galaxy F02s-এ 5000mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার থাকতে পারে।

স্যামসাং Galaxy F12 এবং F02s এর লঞ্চ ইভেন্টটি দুপুর 12 টায় শুরু হবে। ইউজার এই ইভেন্টটি সরাসরি সংস্থার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।

Galaxy F12 ফোনে থাকতে পারে এই ফিচার এবং স্পেসিফিকেশন

ফ্লিপকার্টের লাইভ মাইক্রোসাইট হিসাবে জানা গিয়েছে, এই ফোন 90Hz এর রিফ্রেশ রেটের সাথে 6.5 ইঞ্চি HD+ ইনফিনিটি-V ডিসপ্লে পাবে। প্রসেসরের কথা বললে সংস্থা এই ফোনে 8nm Exynos 850 প্রসেসর অফার করতে পারে। ফোনের পিছনের প্যানেলে টেক্সচার্ড ডিজাইন মতো লাগছে। ফটোগ্রাফির জন্য এতে LED ফ্ল্যাশ সহ একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের প্রাথমিক ক্যামেরা 48 মেগাপিক্সেল এর থাকবে। ক্যামেরার বিশেষ ফিচার হল যে এটি Isocell Plus Technology এবং GM2 সেন্সর যুক্ত হতে পারে। ব্যাটারির দিক থেকে ফোনে ফাস্ট চার্জিং সপোর্ট সহ 6000mAh ব্যাটারি রয়েছে।

Galaxy F02s ফোনে রয়েছে এই ফিচার এবং স্পেসিফিকেশন

সংস্থার এই স্মার্টফোন বাজেট সেগামেন্টে এন্ট্রি করতে পারে। Flipkart পেজ অনুসারে, ফোনে 6.5-ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-V ডিসপ্লে দেওয়া হবে। প্রসেসর হিসাবে সংস্থা এই ফোনে 1.8Ghz এর অক্টা-কোর SDM 450 চিপসেট অফার করবে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনে আপনি 5000mAh এর শক্তিশালী ব্যাটারি পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo