iQOO Neo 5 স্মার্টফোন লঞ্চ, 66W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশ রেট ফিচার

iQOO Neo 5 স্মার্টফোন লঞ্চ, 66W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশ রেট ফিচার
HIGHLIGHTS

12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসে iQOO Neo5 5G।

ভারতে iQOO-র ডিভাইস ইউজারদের কাছে বেশ জনপ্রিয়

Vivo-র সাব-ব্র্যান্ড iQOO বাজারে নিয়েছে তার নতুন স্মার্টফোন iQOO Neo 5। সংস্থা তার এই ফোন আপাতত চিনে লঞ্চ করা হয়েছে। চিনে এই ফোনের দাম 2,499 ইউয়ান (প্রায় 28 হাজার টাকা)। ফোনের সেল চিনে 22 মার্চ থেকে শুরু হবে। ভারতে এই ফোন কবে পর্যন্ত লঞ্চ করা হবে, সে নিয়ে এখনও কোনও অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। ভারতে iQOO-র ডিভাইস ইউজারদের কাছে বেশ জনপ্রিয়। অনুমান করা হচ্ছে যে iQOO Neo5 ফোনও ভারতে শীঘ্রই আসতে পারে।

iQOO Neo5 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

ফোনে 6.62-ইঞ্চি ফুল HD+ OLED ডিসপ্লে রয়েছে যা 1080×2400 পিক্সেল রেজোলিউশন সহ আসে। পাতলা বেজেল এবং পাঞ্চ-হোল ডিসপ্লে সহ এই ফোনে একটি 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সপোর্ট দেওয়া হয়েছে। স্ক্রিনের একটি আরও বিশেষত্ব রয়েছে যে এটি 1000Hz এর ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেটের সাথে আসে।

12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসে নিও 5। প্রসেসরের কথা বললে, এই ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন 870 চিপসেট রয়েছে। অ্যান্ড্রয়েড 11 OS- এ চলা এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে এবং একটি 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 

ফোনে পাওয়ার দেওয়ার জন্য, এতে 4000mAh ব্যাটারি রয়েছে, যা 66 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে। কানেক্টিভিটির জন্য, ফোনে ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.1, 5 জি, হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ফোন নাইট শেডো ব্ল্যাক, ক্লাউড শ্যাডো ব্লু এবং পিক্সেল অরেঞ্জ রঙের বিকল্পে আসে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo