Oppo Reno5 K আজ হবে লঞ্চ, 64MP ক্যামেরা সহ থাকবে 65 ওয়াট ফাস্ট চার্জিং

Oppo Reno5 K আজ হবে লঞ্চ, 64MP ক্যামেরা সহ থাকবে 65 ওয়াট ফাস্ট চার্জিং
HIGHLIGHTS

Reno5 K স্ন্যাপড্রাগন 750G নিয়ে আসবে, অপ্পো রেনো 5 5G স্ন্যাপড্রাগন 765G প্রসেসরের সাথে লঞ্চ হয়েছিল

Oppo Reno5 K ফোনে একটি 6.4-ইঞ্চি পঞ্চ-হোল AMOLED ডিসপ্লে রয়েছে

Oppo Reno5 K আজ অর্থাৎ 25 ই ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে। সংস্থা একটি পোস্টার এর মাধ্যমে এই সম্পর্কে জানিয়েছে। ফোনটি গ্রিন এবং স্টোরি ড্রিম কালার ভ্যারিয়্যান্টে আসবে। একজন লিক্সটার দাবি করেছে যে এই ফোন Oppo Reno5 5G-র নতুন ভার্সন হতে পারে। এই ফোন সংস্থা গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ করেছিল।

দুটি স্মার্টফোনেই প্রসেসরের পার্থক্য থাকবে। লিক্সটারের মতে, রেনো5 K স্ন্যাপড্রাগন 750G নিয়ে আসবে, অপ্পো রেনো 5 5G স্ন্যাপড্রাগন 765G প্রসেসরের সাথে লঞ্চ হয়েছিল। দুটিই ডিভাইসের ডিজাইন প্রায় অনেকটা একই।

Oppo Reno5 K -র ফিচার এবং স্পেসিফিকেশন

ফোনে একটি 6.4-ইঞ্চি পঞ্চ-হোল AMOLED ডিসপ্লে রয়েছে যা 1080×2400 পিক্সেল রেজোলিউশন সহ আসে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসা এই ফোনে অ্যান্ড্রয়েড 11 OS দেওয়া হয়েছে। ফোন দুটি ভ্যারিয়্যান্ট 8 জিবি র‌্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম + 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে।

ফটোগ্রাফির জন্য, আপনি এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এর সাথে 8-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং দুটি 2 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। চায়না টেলিকমের লিস্টিং অনুসারে, এতে sm7225 মডেল নম্বরের স্নাপড্রাগন 750G চিপসেট দেওয়া হয়েছে।

ফোনের মডেল নম্বর PEGM10 এবং এটি 4300mAh ব্যাটারি সহ আসবে। এই ব্যাটারি 65 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করবে। ফোনের দাম 2699 ইউয়ান (প্রায় 30 হাজার টাকা) এর চেয়ে কম হবে বলে আশা করা হচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo