REDMI K20 PRO আর ONEPLUS 7 PRO দুই ফোনের তুলনামূলক আলোচনা

REDMI K20 PRO আর ONEPLUS 7 PRO দুই ফোনের তুলনামূলক আলোচনা

প্রযুক্তি যেন প্রতিদিন প্রতিমুহূর্তে এগিয়ে চলেছে আর এই এগিয়ে চলা সময়ের ছাপ দেখা যায় আমাদের প্রতিদিনের জীবনে। জীবনের প্রতিপদে প্রযুক্তি আমাদের সঙ্গে। তবে এই এগিয়ে যাওয়ার শুরু আজ থেকে না সেই কবে যে দিন মানুষ প্রথম সভ্য হয়েছিল সেই সময় থেকেই। নাহ যদি ভাবেন আজ এগিয়ে যাওয়া সময়ের কথা বলব তা নয়। আজকে আসলে আমরা এই উন্নত থেকে উন্নততর প্রযুক্তির যুগের অন্যতম দরকারি ডিভাইস স্মার্টফোনের বিষয়েই বলব।

তবে আজকে এখানে যে তুলনামূলক আলোচনা আমরা করব সেই আলোচনা যে দুটি ফোনকে নিয়ে যা কিনা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে এসেছে সেই সব ফোনের বিষয়েই বলব। আর আজকে আমরা এখানে আপনাদের জন্য রেডমি আর আসুসের দুই দারুন ফোনের তুলনা নিয় এসেছি।

আজকে এখানে আপনাদের জন্য Redmi K20 Pro র সঙ্গে OnePlus 7 Pro ফোনের তুলনামূলক আলোচনা নিয়ে এসেছি।

Redmi K20 Pro VS OnePlus 7 Pro ডিসপ্লে

আপনারা Redmi K20 Pro ফোনে একটি 6.39 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সগ্নে আছে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আর এই ফোনে আপনারা HDR10 য়ের সাপোর্ট পাবেন।

আর সেখাএন OnePlus 7 pro ফোনে পাবেন 6.67 ইঞ্চির ফ্লুইড AMOLED ডিসপ্লে আর যা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশানের সঙ্গে আপনাদের DC-P3, HDR10+ আর 90Hz রিফ্রেস রেট দেবে।

Redmi K20 Pro VS OnePlus 7 Pro ফোনের প্রসেসারের পার্থক্য

আপনাদের এর আগেই বলেছি যে আজকে আমরা যে দুটিফোন নিয়ে আলোচনা করছি সেই ফোন দুটিতে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855। আর এর মধ্যে এই দুটি ফোনেই আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই।

তবে Redmi K20 Pro ফোনে আছে MIUI 11 সেখানে OnePlus 7 Pro ফোনে আছে অক্সিজেন OS 10.0.2। আর দুটি ফোনেই আছে অ্যাড্রিনো 640।

Redmi K20 Pro VS OnePlus 7 Pro র‍্যাম আর মেমারি

Redmi K20 Pro আর OnePlus 7 Pro দুটি ফোনের কোনটিতেই আপনারা মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন না।

Redmi K20 Pro ফোনে আছে 6GB র‍্যাম 64GB স্টোরেজ, 6GB র‍্যাম, 128GB স্টোরে, 8GB র‍্যাম 128GB স্টোরেজ আর 8GB র‍্যাম 256GB স্টোরেজ অপশান।

আর সেখানে OnePlus 7 Pro ফোনে আপনারা পাবেন 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ, 8GB র‍্যাম 256GB স্টোরেজ আর 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ অপশান।

Redmi K20 Pro VS OnePlus 7 Pro র ক্যামেরা

এবার যদি আমরা এই দুই ফোনের দাম দেখি তবে দুটি ফোনেই আছে মেন ক্যামেরা 48MP র। আর এর মধ্যে Redmi K20 Pro ফোনে আপনারা পাবেন 48MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP র একটি আর একটি 13Mp র ক্যামেরা।

ফোনের ফ্রন্টে একটি মোটোরাইজড পপ আপ 20MP র ক্যামেরা পাবেন।

আবার OnePlus 7 Pro ফোনে আছে 48MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP র একটি আর একটি 16MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা পাবেন একটি 16MP র পপ আপ ক্যামেরা।

দুটি ফোনেই পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Redmi K20 Pro VS OnePlus 7 Pro ফোনের ব্যাটারি

এবার আমরা যদি এই ফোন দুটির ব্যাটারি দেখি তবে Redmi K20 Pro ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি যা 27W কুইক চার্জ সাপোর্ট করে। আর সেই সঙ্গে OnePlus 7 pro ফোনের 4000mAh য়ের ব্যাটারি 30W র‍্যাপ চার্জ সাপোর্ট করে।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo