পুজোর আগেই আসবে অ্যামাজন আর ফ্লিপকার্টের দারুন সেল

HIGHLIGHTS

দুর্গা পুজোর ঠিক আগেই এই সেল আসবে

অ্যামাজনের মাইক্রো সাইটে এই সেল ‘নেভার বিফোর অফার’ লেখা আছে

আর ফ্লিপকার্টে এই সেল এক্সচেঞ্জ অফারের সঙে আসবে বলেছে

পুজোর আগেই আসবে অ্যামাজন আর ফ্লিপকার্টের দারুন সেল

আকাশে বাতাসে পুজোর সুবাস খেলে গেছে, কাশের বনে শিউলির গন্ধে আর মন উদাস করা শরতের আকাশ চারদিকে পুজোর গন্ধ। আর বাঙালির পুজোর এই গন্ধ বাজার করা ছাড়া অপূর্ণ থেকে যায়। প্যান্ডেলে বাশ পড়ার সময় থেকে শুরু হয় শপিংয়ের প্ল্যান। আর এই প্ল্যানে নিজের বা নিজের কাছের জনের সারা পরিবারের জন্য কেনাকাটার হিরিক লেগে থাকে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এই সময়ে ঠিক এই ধরনের হুজগুবে  শপিং প্রেমীদের জন্য বিভিন্ন অনলাইন পোর্টলে শুরু হয়ে যায় একাধিক দারুন অফারের হুল্লোর। আর এই সবের মধ্যে অবশ্যই নাম আসবে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল আর ফ্লিপকার্টের বিগ বিলিয়ান ডের সেলের কথা।

সম্ভবত 21 সেপ্টেম্বর থেকে বা ঐ সময়ের কাছাকছি থেকে শুরু হবে দারুন উতসবের দারুন সেল। আর এর মধ্যে অ্যামাজন একটি ডেডিকেটেড মাইক্রো সাইট বানিয়েছে যেখানে ‘নেভার বিফোর অফার’ লেখা দেখা গেছে। আর সেই তালিকায় থাকবে স্যামসাং থেকে শুরু করে শাওমি বা OnePlus 7 প্রোর মতন একাধিক ফোনের অফার।

আবার অন্য দিকে ফ্লিপকার্টের বিগ বিলিয়ান ডে সেলে মোবাইল এক্সচেঞ্জের বিষয়ে জানা গেছে। ই কমার্স প্ল্যাটফর্মে বলা হয়েছে যে এখানে দারুন এক্সচেঞ্জ অফার থাকবে।

অ্যামাজন আর ফ্লিপকার্ট দুটি ইকমার্স সাইটেই এই সময়ে বড় সেল চলে। আর পুজোর আগের এই সেলের দারুন সুযোগ আপনি নিতে পারেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo