MOTOROLA ONE ACTION ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

MOTOROLA ONE ACTION ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

ফোনে ট্রিপেল ক্যামেরা দেওয়া হয়েছে

এটি ভারতেও তাড়াতাড়ি আসবে

6.3 ইঞ্চির ডিসপ্লের ফোন এটি

মোটোরোলা ব্রাজিলে তাদের মোটোরোলা ওয়ান অ্যাকশান স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির দাম €259 (Rs 20,415প্রায়) আর এটি এই ফোনের 4GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম। আর এই ফোনে আপনারা ডেনিম ব্লু আর পার্ল হোয়াইট কালারে পাবেন।

মোটোরোলা 23 আগস্ট ভারতের ইভেন্টে মোটোরোলা ওয়ান অ্যাকশান ফোনটি লঞ্চ করবে। ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হবে কারন এই ফোনটি এই ই কমার্স প্ল্যাটফর্মে টিজ করা হয়েছে।

এই মোটোরোলা ওয়ান অ্যাকশান ফোনে আছে 6.3 ইঞ্চির ডিসপ্লে যা 1080×2520 পিক্সালের। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 21:9. আর এই ফোনে আছে 2.2Ghz অক্টা কোর এক্সিয়ন্স 9600 প্রসেসার আর এই ফোনে 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

আমরা এর আগেই আপনাদের জানিয়েছি যে ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা। আর এর মধ্যে একটি 16MP র ক্যামেরা একটি 12MP র ক্যামেরা আর একটি 5MP র ক্যামেরা আছে। আর ফোনের ফ্রন্টে আছে একটি 12MP র ক্যামেরা।

Motorola One Action ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই আর এই ফোনে অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অংশ। আর এউ ফোনে 3500mAh য়ের ব্যাটারি আছে যা 10W চার্জিং সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo