HUAWEI NOVA 5 ফোনটি কিরিন 810 চিপসেটের সঙ্গে আসবে

HUAWEI NOVA 5 ফোনটি কিরিন 810 চিপসেটের সঙ্গে আসবে
HIGHLIGHTS

হুয়াওয়ের নোভা 5 কিরিন 810 র সঙ্গে আসবে

এটি রেঞ্জের কিরিন 710 SoC র জায়গায় আসবে

খুব তাড়াতাড়ি হুয়াওয়ে তাদের স্মার্টফোন বানানোর জন্য দুটি 7nm মোবাইল চিপসেট লঞ্চ করবে। Huawei Nova3 Pro আর Honor 20 র মতন ফোনে কিরিন 980 ফ্ল্যাগশিপ প্রসেসারের সঙ্গে এসেছে আর এবার কিরিন 810 চিপসেট আসবে যা মিড রেঞ্জ প্রসেসার কিরিন 710 SoC র জায়গা নেবে।আ র এই কিরিন 810 সবার আগে হুয়াওয়ে নোভা 5 স্মার্টফোনে দেখা যাবে।

হুয়াওয়ের স্মার্টফোন ডিভিজানের হেড He Gang চিনের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবোতে এই বিষয়ে জানিয়েছেন। Huawei Nova 5 ফোনটি 21 জুন চিনে নতুন কিরিন 810 চিপসেটের সঙ্গে আসবে। আর এটি 7nm প্রসেসার যুক্ত হবে।

কিরিন 810 চিপসেটের স্পেসিফিকেশানের বিষয়ে বলা হচ্ছে যে এটি একটি অক্টা কোর চিপসেট হবে যা ARM Cort3ec A76 আর মালি G52 GPU যুক্ত হবে।

Huawei Nova 5 ফোনটিতে 48MP র কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে আর এই ফোনটি 6.39 ইঞ্চির AMOLED FHD+ ডিসপ্লের সঙ্গে আসতে পারে। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর 4,200mAh য়ের ব্যাটারি থাকবে যা 40W ফাস্ট চার্জ সাপোর্ট যুক্ত হতে পারে।

আর একটি রিপোর্ট অনুসারে হুয়াওয়ে তাদের Nova 5 সিরিজে তিনটি ফোন আনবে যা Nova5, Nova 5i আর Nova 5 Pro হতে পারে।

ভায়াঃ

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo