আজ দুপুর 12টায় পাওয়া যাবে Redmi Y2 ফোনটি

আজ দুপুর 12টায় পাওয়া যাবে Redmi Y2 ফোনটি
HIGHLIGHTS

Redmi Y2 ফোনটির সেল আজকে দুপুর 12টায় অ্যামাজনে শুরু হবে আর এর দাম 9,999টাকা

সাওমির সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y2 কে কোম্পানি গত বছর লঞ্চ হওয়া Redmi Y1 য়ের নেক্সট জেনারেশান ফোন হিসাবে লঞ্চ করেছে। আর এই ফোনটি 10,000টাকা দামের মধ্যে একটি ভাল স্মার্টফোন। আর এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে ফ্ল্যাশ সেলে কেনা যাবে আজকে দুপুর 12টায় অ্যামাজনে।

Redmi Y2 য়ের দাম

আর আজকে এই ডিভাইসটির 3GB/32GB ভেরিয়েন্টটি মাত্র 9,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনটির 4GB/64GB ভেরিয়েন্টটি 12,999 টাকায় কেনা যাবে।

Redmi Y2 য়ের স্পেসিফিকেশান

আমরা যদি এই Redmi Y2 ফোনটির স্পেসিফিকেশান দেখি তবে দেখা যাবে যে এই ফোনে একটি 5.99 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনটিতে 720×1440 পিক্সালের রেজিলুশান যুক্ত ডিসপ্লে আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 চিপসেট আছে আর এর সঙ্গে এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও দেওয়া হয়েছে। আর এটী MIUI 9.5 য়ে কাজ করে আর এটিতে একটি 3080mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 12MP+5MP র ক্যামেরা আছে আর এর ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনটি 4G LTE, VoLTE ইত্যাদি কানেক্টিভিটি যুক্ত ফোন।

Digit Bangla
 
Digit.in
Logo
Digit.in
Logo