রিলায়েন্স জিওর ফিচার ফোনের দাম আর কবে লঞ্চ হবে সেই বিষয়ে খবর পাওয়া গেছে

HIGHLIGHTS

রিলায়েন্স জিও 4G ফিচার ফোনের দাম Rs. 500 হতে পারে

রিলায়েন্স জিওর ফিচার ফোনের দাম আর কবে লঞ্চ হবে সেই বিষয়ে খবর পাওয়া গেছে

রিলায়েন্স জিওর 4G ফিচার ফোনের বিষয়ে একটি লিক খবর জানা গেছে। অনুমান করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটি বাজারে আসতে পারে। HSBC’র একটি রিপোর্টে বলা হয়েছে যে এই ফোনটির দাম Rs. 500 হতে পারে আর এই ফোনটি 21 জুলাই আসতে পারে। এই খবরটি ব্রেক্ররেজ ফ্রম HSBC ইকনমিক টাইমসে দিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনটি কোম্পানির অ্যানুয়াল মিটিং এর সময় নিয়ে আসা হতে পারে। এই মিটিংটি 21 জুলাই হবে। HSBC অনুসারে, জিও এই ফোনে Rs. 650 থেকে আরম্ভ করে Rs. 975 অব্দি সাবসিডি দিচ্ছে যাতে এটি Rs. 500 তে রিটেল হতে পারে।

এর আগের রিপোর্ট অনুসারে, জিও একটি চিনের মোবাইল সংস্থার সঙ্গে এই 4G ফিচার ফোনটি বানানোর বিষয়ে কথা বলেছিল। এই 4G ফিচার ফোনটির দাম Rs. 1500 হবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন 

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo