সবে মাত্র শাওমি তাদের Mi TV 5 Pro সিরিজ চিনের একটি ইভেন্টে লঞ্চ করেছে। আর এই সিরিজের লাইন আপে তিনটি টিভি আছে- 55ইঞ্চি, 65 ইঞ্চি আর 75 ইঞ্চি। আর এই মি টিভি 5 প্রো কোয়াল্কম ডট QLED ডিসপ্লে রস্নগে এসেছে আর এতে আছে HDR10+, MEMC মোশান। আর এর সঙ্গে এতে আছে 8K ডেকোডিং আর 108 শতাংশ NTSC কালার গামেট।
Survey
✅ Thank you for completing the survey!
কোম্পানি অনুসারে এই MEMC ডায়নামিক ইমেজ কোয়ালিটি কম্পেনশেশান প্রযুক্তি স্মুথ মোশান পিকচার দেয়। আর এর সঙ্গে এতে আছে 12nm অ্যালগিক T972 চিপসেট আর সঙ্গে 8K ভিডিও রেকর্ডিং। আর এর সঙ্গে আছে 63 শতাংশ এর আগে রCPU র থেকে বেশি হাই।
The Mi TV 5 Pro 4GB র্যাম আর 64Gb স্টোরেজের সঙ্গে এসেছে আর এর সঙ্গে এতে আছে শাওমি প্যাচওয়াল। আর এতে আছগে ডল্বি অডিও আর DTS HD সাউন্ড।
আর অন্য দিকে এই The Mi TV 5 Pro তে আছে 5.9m থিক আর এটি আইফোন ১ য়ের মতন থিক। আর এর সঙ্গে এটি মি টিভি 4 য়ের সঙ্গে তুলনা করলে এর ডিসপ্লে 47.1 শতাংশ ন্যারো।
আর দামের ক্ষেত্রে এই The Mi TV 5 Pro র দাম শুরু হচ্ছে 3,699 ইয়ানে মানে যা 37,300 টাকা দামের। আর এই ফোনের 65 ইঞ্চি আর 75 ইঞ্চির দাম যথাক্রমে 4,999 ইউয়ান আর 9,999 ইউয়ান মানে প্রায় 50,000 টাকা আর 1,00,000 টাকা। আর এর সঙ্গে এটি ভারতে আসবে কিনা সেই বিষয়ে কিছু বলা হয়নি।