VODAFONE য়ের 70 দিনের প্ল্যানের বিষয়ে জানেন কি

HIGHLIGHTS

প্ল্যানের দাম 499 টাকা

এটি 70 দিনের বৈধতা দিচ্ছে

এই প্ল্যানটি কিছু বাছাই করা সার্কেলে পাওয়া যাচ্ছে

VODAFONE য়ের 70 দিনের প্ল্যানের বিষয়ে জানেন কি

এবার ভোডাফোন নতুন একটি প্ল্যান নিয়ে এসেছে। এই রিচার্জ প্ল্যানটি 499 টাকায় এসেছে,। আর এই প্ল্যানটি 70 দিনের জন্য বৈধ। এই প্ল্যানটি কোম্পানির নতুন প্রিপেড প্ল্যান আর আইডিয়া সেলুলারের গ্রাহকরাও এই প্ল্যান পাবেন। আর এটি এখন কিছু বাছাই করা সার্কেলে পাওয়া যাচ্ছে। গত বছর ডিসেম্বর মাসে ভোডাফোন আইডিয়া দেশে ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক চালাচ্ছে। আর এবার তারা তাদের নতুন একটি প্ল্যান নিয়ে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এর সঙ্গে 555 টাকা দামের প্রিপেড প্ল্যানে অন্য প্ল্যানও আছে আর এর সগ্নে এতে আপনারা 77 দিনের বৈধতা পাবেন। 555 টাকার ভোডাফোন প্রিপেড প্ল্যানে সবার আগে 70 দিনের বৈধতা ছিল। আর এবার এই প্ল্যানে বেশি বৈধতা পাওয়া যাচ্ছে।

আমরা যদি ভোডাফোনের ওয়েবসাইটে জাই তবে দেখা যাবে যে এই প্ল্যানটি মানে 499 টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড লোকাল আর STD ছাড়া রোমিং ইত্যাদি আছে। আর এর সঙ্গে আছে 1.5GB র হাই স্পিড ডাটা আর এই সব কিছু আপনারা 70 দিনের জন্য পাবেন। আর এই প্ল্যানে ডেলি 100 টি SMS আছে। আর যা আপনারা ন্যাশানাল আর লোকাল দুই ক্ষেত্রেই ব্যাবহার করতে পারবেন।

আমরা যদি এই প্ল্যানটি দেখি তবে এতে 499 টাকায় আপনারা কিছু বাছাই করা সার্কেলে পাবেন। আর যা আপনারা দিল্লি NCR, ছাড়া মধ্য প্রদেশ আর ছত্তিশগড়ের মতন জায়গায় পাবেন। আর এর সঙ্গে এই প্ল্যানে আইডিয়া নেটওয়ার্কের গ্রাহকদেরও দেওয়া হচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo