রিলায়েন্স জিওফাই ডাটা কার্ডের বাজারে সবার আগে

HIGHLIGHTS

রিলায়েবন্স রিটেলের জিওফাই টানা দ্বিতীয়বার 2017 সালের দ্বিতীয়ার্ধে ডাটা কার্ডের ক্ষেত্রে এগিয়ে আছে

রিলায়েন্স জিওফাই ডাটা কার্ডের বাজারে সবার আগে

রিলায়েন্স রিটেলের জিওফাই আরও একবার 2017 সালের দ্বিতীয়ার্ধে ডাটা কার্ডের ক্ষেত্রে এগিয়ে গেছে। এর মধ্যে কোম্পানি বাজারের অংশীদারির 91 শতাংশর হয়েছে, আর হুয়াইএর বাজারের অংশীদারি কমে 3 শতাংশ হয়ে গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সাইবার মিডিয়া রিসার্চের একটি রিপোর্ট অনুসারে রিলায়েন্স রিটেল টানা ফ্রিতে ডাটা পরিষেবা দেওয়ায় আর বিভিন্ন কোম্পানির মাই-ফাই ডাটা দেওয়াই এর প্রধান কারন।

জিওর মাই-ফাই ছোট আর মাঝারি শহরেও জনপ্রিয়তা পেয়েছে, যার ফলে বিসএনএলের মতন ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সম্ভাব্য গ্রাহকদের সংখ্যাও কমছে।

সিএমআই এর বিশ্লেষক (ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স প্র্যাক্টিস) নরেন্দ্র কুমার একটি কথায় বলেছেন যে , “রিলায়েন্স জিও মাই-ফাই ডিভাইস হোম রাউটার বাজারেও প্রভাব ফেলছে। আমাদের প্রথম দিকের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে প্রধান শহরে হোম রাউটার বিক্রির ক্ষেত্রে 60-70 শতাংশর বিক্রি কমেছে”।

সেখানে অন্য কোম্পানি বাজারের অংশীদারি সিমিত, যার মধ্যে জেটফিটের 3 শতাংশ আর অল্কাটেলের 2 শতাংশ অংশীদারি আছে। 

আজকের সেরা ডিল ফ্লিপকার্ট ও অ্যামাজনে

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo