TRAI এর ডাইনলোড স্পিড টেস্টে রিলায়েন্স জিওর সবার আগে

HIGHLIGHTS

ভোডাফোন 8.999 mbps, আইডিয়া সেলুলার 8.746 mbps আর ভারতী এয়ারটেল 8.550 mbps এর স্পিড যুক্ত

TRAI এর ডাইনলোড স্পিড টেস্টে রিলায়েন্স জিওর সবার আগে

দূরসঞ্চার নিয়ামক ট্রাইয়ের 4G ডাউনলোড টেস্টে টানা আটমাস রিলায়েন্স জিও সবার প্রথমে। ভারতীয় দূরসঞ্চার নিয়ামকের স্পিড টেস্টে সোমবারের পরিসংখ্যান অনুসারে জিও আগস্টে 18.433 mbps এর গড় স্পিড দিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এর পরে ভোডাফোন 8.999 mbps, আইডিয়া সেলুলার 8.746 mbps আর ভারতী এয়ারটেল 8.550 mbps এর স্পিড দিয়েছে। 

রিপোর্টে বলা হয়েছে যে MySpeed অ্যাপ দেখে টেলিকম অপারেটিং এর সঙ্গে পরামর্ষ করার পরে নিজেদের মুল্যায়নের বেশি পারদর্শিতা দেবে। TRAI এখন বলেছে যে তারা তাড়াতাড়ি আক্টি হোয়াইট পেপার আনবে, যা টেলিসেন্সের ডাউনলোড স্পিড আর স্পিড মাপার জন্য নিজেদের MySpeed অ্যাপে থাকা অ্যাল্গোরিদাম ও আরও অন্যান্য বিষয়কে আরও বেশি উৎসাহী করবে। .

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo