Jio গ্রাহকদের দিল আবারও উপহার, কমিয়ে দিল এই রিচার্জ প্ল্যানের দাম, Airtel BSNL Vi পড়ল চিন্তায়

Updated on 04-Feb-2025
HIGHLIGHTS

টেলিকম কোম্পানি Reliance Jio তার 448 টাকার রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে দিয়েছে

জিও 448 টাকার রিচার্জ প্ল্যান দাম কমে এখন 445 টাকায় পাওয়া যাবে

কোম্পানি 445 টাকার রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়

Reliance Jio সম্প্রতি তার 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করার পর আবার ফিরিয়ে নিয়ে এসেছে। কোম্পানি এটি ‘affordable packs’ সাবক্যাটাগরির ‘ভ্যালু’ সেকশনে যোগ করেছে। পাশাপাশি, টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তার 448 টাকার রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক জিও 448 টাকার রিচার্জ প্ল্যানের নতুন দাম কী এবং সুবিধা কী রয়েছে।

Jio 445 টাকার রিচার্জ প্ল্যান

জিও 448 টাকার রিচার্জ প্ল্যান দাম কমে এখন 445 টাকায় পাওয়া যাবে। কোম্পানি তার রিচার্জ প্ল্যানের দাম 3 টাকা কমিয়ে দিয়েছে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের ভয়েস এবং ডেটা সুবিধা দেওয়া হয়।

আরও পড়ুন: ভারতে ফেব্রুয়ারি মাসেই realme P3 Pro 5G হবে লঞ্চ, গেমিং পারফরম্যান্সের জন্য থাকবে GT Boost technology

448 টাকার প্ল্যানের দাম কমানোর কারণ হল কোম্পানি সম্প্রতি 448 টাকার ভয়েস অনলি রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে কোনো ডেটা সুবিধা পাওয়া যাবে না। গ্রাহকদের বুঝতে কোনো অসুবিধা না হওয়ার কারণে এই পদক্ষেপ নেয় কোম্পানি।

445 টাকার জিও এর রিচার্জ প্ল্যানে কী সুবিধা রয়েছে

কোম্পানি 445 টাকার রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া এতে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 56 জিবি ডেটা পাবেন।

ডেটার পাশাপাশি, গ্রাহকরা এতে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথে থাকছে 100 SMS প্রতিদিন।

গ্রাহকরা এতে জনপ্রিয় OTT অ্যাপ যেমন Zee5, JioCinema Premium, SonyLIV, Lionsgate Play, Kanchha Lannka, Discovery+, SunNXT, Hoichoi, FanCode, Planet Marathi এবং Chaupal এর সাবস্ক্রিপশন পাবেন। সাথে জিও টিভি এবং জিও ক্লাউড ও পাওয়া যাবে।

আরও পড়ুন: 18 ফেব্রুয়ারি ভারতে আসছে Vivo V50 5G ফোন, নতুন লিকে প্রকাশ হল দাম, স্পেসিফিকেশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :