Jio আনল ৩৫০ জিবি ডেটার দুর্দান্ত প্ল্য়ান, পাবেন ৩৬০ দিনের ভ্যালিডিটি

HIGHLIGHTS

এই নতুন প্রিপেড প্ল্যান এর ভ্যালিডিটি ৩৬০ দিন

এই প্রিপেড প্যাকে গ্রাহকরা মোট ৩৫০ জিবি ডেটা পাবে

জিও লকডাউনের কথা মাথায় রেখে স্বল্প আয়ের এর গ্রাহকদের ভ্যালিডিটি ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে

Jio আনল ৩৫০ জিবি ডেটার দুর্দান্ত প্ল্য়ান, পাবেন ৩৬০ দিনের ভ্যালিডিটি

টেলিকম সেক্টরে খুবই কম সময় নিজের ধাপ জমিয়ে ফেলে রিলায়েন্স জিও (Reliance Jio)। দেশের বূহওম টেলিকম হয়ে ওঠে জিও কোম্পানি। গ্রাহকদের মন ধরার জন্য় জিও কোম্পানি প্রথম থেকেই খুব কম দামে প্রিপেড প্ল্যান লঞ্চ করে। যার ফলে অন্য়ান টেলিকম কোম্পানিরা প্রবল প্রতিদ্বন্দিতার সম্মুখীন হয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবার কোম্পানি আরেকটি দারুন প্ল্য়ান নিয়ে হাজির হন। এই প্ল্য়ানে একসাথে মোট ডেটা পাওয়া যায়। এর পাশাপাশি এখানে গ্রাহকরা প্রায় এক বছরের ভ্যালিডিটি পাবে। রিলায়েন্স জিওর কাছে এই মুহূর্তে রোজ ১.৫ জিবি, ২ জিবি এবং ৩ জিবি ডেটা প্ল্যান আছে।

রিলায়েন্স জিও ৩৫০ জিবি প্ল্যান :

এই নতুন প্রিপেড প্ল্যান এর ভ্যালিডিটি ৩৬০ দিন। এই প্রিপেড প্যাকে গ্রাহকরা মোট ৩৫০ জিবি ডেটা পাবে। আবার জিও থেকে জিও আনলিমিটেড কলিং এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২,০০০ মিনিট পাওয়া যাবে। অর্থাৎ আপনি প্রতি মাসে ১,০০০ মিনিট অন্য নেটওয়ার্কে কল করার জন্য পাবেন। এছাড়াও প্রতিদিন ১০০ টি এসএমএস দেওয়া হবে। এই প্ল্যানের মূল্য ৪,৯৯৯ টাকা।

অর্থাৎ আপনি যদি এমন কোন প্ল্যান খুঁজে থাকেন যেখানে লম্বা ভ্যালিডিটি সহ কল ডেটার সুবিধা থাকবে। তাহলে এই প্ল্যান আপনার জন্য যথেষ্ট উপযোগী ‌। আবার আপনি একসাথে মোট ডেটা ও পেয়ে যাবেন।

প্রসঙ্গত রিলায়েন্স জিও লকডাউনের কথা মাথায় রেখে স্বল্প আয়ের এর গ্রাহকদের ভ্যালিডিটি ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই সময় আপনার রিচার্জের ভ্যালিডিটি যদি শেষ হয়ে যায়, তারপরও আপনি ইনকামিং কলের সুবিধা পাবেন। জিওর তরফে বলা হয়েছে গ্রাহকদের সবার সাথে যুক্ত রাখতে তাদের এই সিদ্ধান্ত।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo