Reliance Jio ধামাকা প্ল্যান! 84 দিন পর্যন্ত বিনামূল্যে Prime Video, Disney+ Hotstar এবং Zee5, সাথে আনলিমিটেড 5G ডেটা

Reliance Jio ধামাকা প্ল্যান! 84 দিন পর্যন্ত বিনামূল্যে Prime Video, Disney+ Hotstar এবং Zee5, সাথে আনলিমিটেড 5G ডেটা
HIGHLIGHTS

Reliance Jio এর কাছে একটি প্রিপেইড প্ল্যান রয়েছে কোম্পানির কাছে যা 1200 টাকায় আসে

জিও এর এই প্রিপেইড প্ল্যানে 15 OTT Apps এর সাবস্ক্রিপশন দেওয়া হয়ে

Jio এর 1198 টাকার প্রিপেইড প্ল্যানে 185 জিবি এর বেশি ডেটা দেওয়া হয়

Reliance Jio 1198 Plan: রিলায়েন্স জিওর কাছে একাধিক বাজেটে ট্রেন্ডিং প্ল্যান রয়েছে। দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি তার গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করে। এমনই একটি প্রিপেইড প্ল্যান রয়েছে কোম্পানির কাছে যা 1200 টাকায় আসে। এই প্রিপেইড প্ল্যানে 15 OTT Apps এর সাবস্ক্রিপশন দেওয়া হয়ে।

আপনি যদি অনলাইন কন্টেন্ট দেখতে পছন্দ করেন এবং কোনো অতিরিক্ত খরচ না করতে চান, তবে এই রিচার্জ প্ল্যান আপনার কাজে আসবে। জিওর 1198 টাকার প্রিপেইড প্ল্যানে 185 জিবি এর বেশি ডেটা দেওয়া হয়। আসুন জেনে নেওয়া যাক জিওর এই প্ল্যানে কী বিশেষ রয়েছে।

আরও পড়ুন: HMD First Phone: মিড-বাজেটে আসছে এইচএমডি-র প্রথম 5G স্মার্টফোন, লঞ্চের আগেই দাম এবং ফিচার ফাঁস

Reliance Jio 1198 টাকার রিচার্জ প্ল্যান

Reliance Jio 1198 Plan offer 168GB data
জিওর 1198 টাকার প্রিপেইড প্ল্যানে 185 জিবি এর বেশি ডেটা দেওয়া হয়

রিলায়েন্স জিওর 1198 টাকার রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। এই রিচার্জে প্রতিদিন 2 জিবি ডেটা প্রতিদিন অফার করে। যা পুরো ভ্যালিডিটিতে মোট 164 জিবি ডেটা পাওয়া যাবে।

প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পরে ডেটা স্পিড কমে 64kbps হয়ে যাবে।

আপনি যদি জিও 5G নেটওয়ার্কে থাকেন তবে আপনি আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। রিলায়েন্স জিওর এই প্ল্যানে আনলিমিটেড কলিং অফার করা হয়ে। এর সাথে থাকছে প্রতিদিন 100 SMS এর সুবিধা।

এই সমস্ত সুবিধা ছাড়া জিওর এই প্রিপেইড প্ল্যানে Prime Video, Disney+ Hotstar, Zee5, Sony Liv, JioCinema Premium সহ মোট 15টি ওটিটি সাবস্ক্রিপশন রয়েছে বিনামূল্যে। এতে বিনামূল্যে JioCloud এর এক্সেসও পাওয়া যায়।

আরও পড়ুন: Price Cut: 24GB RAM সহ iQOO 5G স্মার্টফোনে 22 হাজার টাকার ছাড়, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo