দেশজুড়ে করোনা সংক্রমণ এর কারনে ৩ মে পর্যন্ত চলবে লকডাউন। পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয়ে লকডাউনের মেয়াদ। এই অবস্থায় বহু মানুষ রিচার্জ করাতে পারছে না। তাই গ্রাহকদের এই বিপদে এগিয়ে এল টেলিকম সংস্থা গুলি।
Survey
✅ Thank you for completing the survey!
টেলিকম কোম্পানিরা গ্রাহকদের দেয় এক দারুন সুবিধা। তারা জানিয়েছে, আগামী ৩ মে পর্যন্ত রিচার্জ না করলেউ ইনকামিং সুবিধা বজায় থাকবে। এমনটাই জানিয়ে দিল Airtel ও Vodafone Idea।
লকডাউনের কথা মাথায় রেখে এর আগেও প্রিপেড প্ল্যানের বৈধতা বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। এর আগেও প্রিপেড গ্রাহকদের বিনামূল্যে অতিরিক্ত ১০ টাকার টকটাইম দিয়েছিল এই দুই টেলিকম সংস্থা। এ বার এই পরিস্থির কথা মাথায় রেখে গ্রাহকদের প্রিপেড প্ল্যানের মেয়াদ বাড়িয়ে ইনকামিং কলের সুবিধা দিতে এগিয়ে এল Airtel ও Vodafone Idea।
তবে অতিরিক্ত বৈধতা দিলেও এ বার বিনামূল্যে কোনও টকটাইম আর অতিরিক্ত ডেটা পাবেন না গ্রাহকরা। সম্প্রতি গোটা দেশের ২২টি সার্কেলে দ্বিগুণ ডেটার অফার দিচ্ছিল Vodafone Idea। কিন্তু এ বার থেকে অতিরিক্ত বৈধতা এবং ইনকামিং কলের সুবিধা পেলেও বাড়তি ডেটা আর টকটাইম পাবেন না গ্রাহকরা।