BSNL 84 days cheapest prepaid recharge Plan at Rs 599 Daily data
BSNL তার গ্রাহকদের জন্য একটি আরও সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। সরকারী টেলিকম কোম্পানি 84 দিনের নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 3 জিবি হাই-স্পিড ডেটা অফার করা হয়। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার সস্তা রিচার্জ প্ল্যান দিয়ে প্রাইভেট টেলিকম কোম্পানিদের প্রতিযোগিতা দিয়েছে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড তার X (টুইটার) এ এই নতুন প্ল্যান সম্পর্কে জানিয়েছে। বিএসএনএল এর এই প্রিপেইড রিচার্জ প্ল্যান 599 টাকা দামে আসে। সরকারী টেলিকম কোম্পানি এই রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি অফার করে। গ্রাহকরা এই সস্তা রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন।
আরও পড়ুন: ভারতে লঞ্চের আগে OPPO F29 Pro এবং OPPO F29 ফোনের স্পেসিফিকেশন এল প্রকাশ্যে
সাথে কোম্পানি এতে বিনামূল্যে নেশনাল রোমিং এর সুবিধা দিচ্ছে। কোম্পানির এই প্রিপেইড প্ল্যান প্রতিদিন 3 জিবি হাই-স্পিড ডেটা সহ আসে। এতে গ্রাহকরা মোট 252 জিবি হাই-স্পিড পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা এতে প্রতিদিন 100 ফ্রি SMS এর সুবিধা পাওয়া যাবে।
বিএসএনএল তার প্রতিটি মোবাইল প্ল্যানের সাথে ফ্রি BiTV অফার করে, যেতে গ্রাহকরা 400টি বেশি ফ্রি লাইভ টিভি চ্যানেল তার মোবাইলে এক্সেস করতে পারেন। কোম্পানি সম্প্রতি পুরো ভারতে লঞ্চ করা হয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এই প্ল্যানের তার গ্রাহকদের একাধিক সার্ভিসেজ অফার করছে।