Home » News » Telecom » BSNL একটি নতুন অফার FRC 298 নিয়ে এল, এতে আনলিমিটেড কলিং আর প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছে
BSNL একটি নতুন অফার FRC 298 নিয়ে এল, এতে আনলিমিটেড কলিং আর প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছে
By
Aparajita Maitra |
Updated on 28-Aug-2017
HIGHLIGHTS
BSNL এর এই অফারটির বৈধতা 56 দিনের
বাজারে যেদিন থেকে জিও তাদের 4G পরিষেবা নিয়ে এসেছে, সেই দিন থেকে বাজারে উপস্থিত অন্যান্য টেলিকম কোম্পানি গুলি মুস্কিলে পরে গেছে। আর এই সময়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিএসএনএল ও নিজেকে আলাদা রাখতে পারেনি। এর জন্য BSNL ও অন্যান্য টেলিকম কোম্পানির মতন তাদের ইউজার্সদের ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Survey✅ Thank you for completing the survey!
আর এবার এই চেস্টার দরুন BSNL একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের নাম FRC 298 রাখা হয়েছে। এই প্ল্যানে ইউজার্সরা Rs 298 তে 56 দিনের আনলিমিটেড কলিং এর সুবিধা দিচ্ছে। আর এর সঙ্গে ইউজার্সরা প্রতিদিন 1GB ডাটাও পাচ্ছে। মনে এই অফারে ইউজার্সরা মোট 56GB’র ডাটা পাবে।
যদি ইউজার এক দিনে 1GB ডাটা ব্যবহার করে তবে সে 80 Kbps এর স্পিডে ডাটা পাবে। এটি কোম্পানির একটি প্রমোশনাল অফার আর এটি 4/11/2017 অব্দি বৈধ।
আজকের সেরা ডিল ফ্লিপকার্টে (২৫ আগস্ট)