BSNL 187 rs monthly recharge plan offer daily data unlimited call
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) টেলিকম বাজারে একের পর এক সস্তা রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে আসছে। বিএসএনএল এর কাছে 200 টাকার কম দামে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। তবে কোম্পানি গ্রাহকদের মন জয় করতে আরেকটি সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এটি 200 টাকার কম দামে আসে, যা আনলিমিটেড কলিং সহ ফ্রি ডেটা এবং SMS অফার করে। 200 টাকার কম দামের একটি মাসিক রিচার্জ প্ল্যান চালু করেছে। আসুন এই প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
আসলে, সম্প্রতি বিএসএনএল তার X (টুইটার)থেকে এই নতুন প্ল্যানের বিষয় জানিয়েছে। এই প্ল্যানের দাম 187 টাকা। এতে একাধিক সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানে আনলিমিটেডে কলিং সহ প্রতিদিন ডেটা পাওয়া যাবে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ নতুন Motorola Edge 60 Pro 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত
গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া এই রিচার্জে প্রতিদিন 1.5GB ডেটাও দেওয়া হয়। সাথে থাকছে যেকোনো নেটওয়ার্কে 100 SMS ফ্রি করার সুবিধা।
ভ্যালিডিটির কথা বললে, এই রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। পাশাপাশি, আপনি যদি ফোনে টিভির সুবিধা নিতে চান, তবে এই প্ল্যানে আপনি BiTV এর ফ্রি এক্সেস পাবেন। এই সুবিধাতে আপনি 400টির বেশি ফ্রি লাইভ টিভি ফোনে দেখতে পারবেন। সাথে OTT অ্যাপের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
প্রতিদিনের খরচ হিসাব করলে এতে প্রতিদিন 7 দিনের টাকা খরচ হবে।
জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার কাছেও এমন অনেক সুবিধা সহ রিচার্জ প্ল্যান রয়েছে যার দাম একটু বেশি। জিওর কথা বললে, কোম্পানির কাছে 199 টাকার মাসিক প্ল্যান রয়েছে যা প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং 100 SMS সুবিধা দেয়।
এয়ারটেল এর কাছে 28 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান রয়েছে যার দাম 299 টাকা। এতে প্রতিদিন 1 জিবি ডেটা দেওয়া হয়।
ভোডাফোনের কাছে 299 টাকার মাসিক প্ল্যান রয়েছে।
আরও পড়ুন: Oneplus 13R ফোনে দেদার ছাড়, বিনামূল্যে মিলবে Buds 3 TWS ইয়ারবড, জানুন কোথায় চলছে ধামাকা অফার