এয়ারটেল, ভোডাফোন জিওর ডাটা প্ল্যান 10 গুন বেশি হতে পারে

এয়ারটেল, ভোডাফোন জিওর ডাটা প্ল্যান 10 গুন বেশি হতে পারে
HIGHLIGHTS

এই সময়ে 4G ডাটার দাম প্রতি GB তে 3.5 টাকা

এয়ারটেল প্রতি GB ডাটা 30 টাকা করেছে

ভোডাফোনের এই দাম 35 টাকা

আর জিওর ক্ষেত্রে তা 20 টাকা

এয়ারটেল, জিও, ভোডাফোনের মতন টেলিকম কোম্পানি গুলির দাম বাড়তে পারে। মোবাইল ডাটা গ্রাহকরা কলিংয়ের দাম 10 গুন বাড়াতে পারে।

ভারতীয় গ্রাহকরা 4G ডাটার জন্য প্রতি GB তে 3.5 টাকা হিসাবে পাবে আর এর সঙ্গে মিনিমাম রেট ফিক্স করা হবে আর যা এখনকার প্ল্যানের থেকে বেরে 5 থেকে 10 গুন বেশি হতে পারে।

এই সময়ে ভোডাফোন আইডিয়ার সমস্যা হতে পারে আর কোম্পানি সরকারের থেকে ডাতা দামের হিসাবে প্রতি GB তে 35 টাকার কথা বলেছে আর এয়ারটেলের এই দাম 30 টাকা আর সেখানে রিলায়েন্স জিও চায় যে এই ফিক্স প্রতি GB তে 20 টাকা করে হোক। আর রেগুলেটার্স টেলিকমের কথা অনুসারে এই দাম 10 গুন বাড়তে পারে।

গ্রাহকদের ওপরে কি প্রভাব পরবে?

উদাহরন হিসাবে বলা যায় যে আপনারা প্রতি GB তে 35 টাকার ডাতা দিতে হবে আর সেখানে 599 টাকার একটি প্ল্যান অ্যাক্টিভেট হবে যারে বৈধতা 84 দিনের হবে। আর এই প্ল্যানে আপনারা 4G স্পিড পেতে পারেন প্রতিদিন 2GB ডাটাতে। আর যদি সরকার কোম্পানির প্রস্তাব মানে তবে আপনারা এই দাম 3360 টাকা থেকে 5880 টাকার মধ্যে হতে পারে।

টেলিকম রেগুলেটারি অথারিটি অফ ইন্ডিয়া TRAI ইন্ডাস্ট্রি ডিমান্ড দেখে কল আর ডাটা পরিষেবার জন্য মিনিমাম দচাম সেট করে দিতে পারে।

কম্পিটিশান কমিশান অফ ইন্ডিয়ার CCI এর বিরুদ্ধে। আর কমিশান মনে করা যে এরকম হলে বাজারে এর প্রভাব পরবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo