Airtel এর প্রিপেইড প্ল্যানের বাড়ছে দাম, করতে হবে অতিরিক্ত খরচ

Airtel এর প্রিপেইড প্ল্যানের বাড়ছে দাম, করতে হবে অতিরিক্ত খরচ
HIGHLIGHTS

টেলিকম সংস্থা এয়ারটেল বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানের ট্যারিফ 20-25% বৃদ্ধি করেছে

এয়ারটেলের 79 টাকার এন্ট্রি লেভেল প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হবে 99 টাকা

এয়ারটেল জানিয়েছে ট্যারিফ বৃদ্ধির ফলে প্রত্যেক ইউজারের ARPU বুস্ট আপ করবে

ভারতী এয়ারটেল (Airtel) টেলিকম সংস্থা বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। এয়ারটেলের প্রিপেইড ট্যারিফ প্ল্যানগুলির দাম আগের তুলনায় 20-25% বাড়ানো হয়েছে। কলিং প্ল্যানগুলির পাশাপাশি ডেটা টপ আপ প্যাকগুলিরও দাম বেড়েছে। এয়ারটেলের এন্ট্রি লেভেল প্রিপেইড প্ল্যানের দাম 79 টাকা থেকে বেড়ে হবে 99 টাকা। সেইসঙ্গে হাই এন্ড প্রিপেইড প্ল্যানের দাম 2,498 টাকা থেকে বেড়ে হবে 2,999 টাকা। 26 নভেম্বর থেকে প্রত্যেকটি সার্কেলে এক্কেবারে নতুন দামে পাওয়া যাবে এয়ারটেলের সমস্ত প্রিপেইড প্ল্যান। মূলত প্রত্যেক ইউজারের অ্যাভারেজ রেভিনিউ (ARPU) বুস্ট আপ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কোম্পানির তরফে।

এয়ারটেলের কোন কোন প্রিপেইড প্ল্যানের দাম বদলে যাবে দেখে নিন-

• 79 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের 79 টাকার প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে 99 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন। ইউজারেরা পাবেন 50%- র বেশি টকটাইম এবং 200 MB ডেটা বেনিফিট।

• 149 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের 149 টাকার প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে 179 টাকা। এই প্ল্যানে ইউজারেরা পাবেন আনলিমিটেড কলিং, ডেইলি ফ্রি 100 এসএমএস এবং মোট 2GB ডেটা বেনিফিট। প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন।

• 219 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের 219 টাকার প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে দাঁড়াবে 265 টাকা। এই প্ল্যানে ইউজারেরা পাবেন আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএস এবং ডেইলি 1GB করে ডেটা।

• 249 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের 249 টাকার প্রিপেইড প্ল্যানের দাম বদলে হয়ে যাবে 299 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। পাওয়া যাবে ডেইলি 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ফ্রি 100 এসএমএসের সুবিধা।

• 298 টাকার প্রিপেইড প্ল্যান-

এই প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে 359 টাকা। পাওয়া যাবে ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

• 399 টাকার প্রিপেইড প্ল্যান-

26 নভেম্বরের পর এই প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে 479 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে 56 দিন। পাওয়া যাবে ডেইলি 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস বেনিফিট।

• 449 টাকার প্রিপেইড প্ল্যান-

এই এয়ারটেল প্ল্যানের দাম বেড়ে হবে 549 টাকা। আনলিমিটেড কলিং এবং এসএমএস বেনিফিটের সাথে পাওয়া যাবে ডেইলি 2GB করে ডেটা। ভ্যালিডিটি 56 দিন।

• 379 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের 379 টাকার 84 দিনের ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে 455 টাকা। এই প্ল্যানে ইউজারেরা পাবেন ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং এবং মোট 6GB ডেটা।

• 598 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে 719 টাকা। বেনিফিট হিসেবে পাওয়া যাবে ডেইলি 1.5GB ডেটা, ফ্রি 100 এসএমএস প্রতিদিন এবং আনলিমিটেড কলিং। ভ্যালিডিটি 84 দিন।

• 698 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের 698 টাকার প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হবে 839 টাকা। ভ্যালিডিটি থাকবে 84 দিন। পাওয়া যাবে ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস।

• 1498 টাকার প্রিপেইড প্ল্যান-

এই প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হবে 1799 টাকা। পাওয়া যাবে আনলিমিটেড কলিং, ডেইলি ফ্রি এসএমএস এবং মোট 24GB ডেটা। ভ্যালিডিটি থাকবে 365 দিন।

• 2498 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের 2498 টাকার প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে 2999 টাকা। পাওয়া যাবে ডেইলি 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস বেনিফিট। প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 365 দিন।

• 48 টাকার ডেটা টপ আপ প্যাক-

এয়ারটেলের এই ডেটা টপ আপ প্ল্যানের দাম বেড়ে হয়ে যাবে 58 টাকা। পাওয়া যাবে মোট 3GB ডেটা। ভ্যালিডিটি থাকবে আনলিমিটেড।

• 98 টাকার ডেটা টপ আপ প্যাক-

এই ডেটা টপ আপ প্ল্যানের দাম বেড়ে হবে 118 টাকা। পাওয়া যাবে মোট 12GB ডেটা। প্যাকের ভ্যালিডিটি আনলিমিটেড।

• 251 টাকার ডেটা টপ আপ প্যাক-

251 টাকার ডেটা টপ আপ প্যাকের দাম বেড়ে হয়ে যাবে 301 টাকা। পাওয়া যাবে মোট 50GB ডেটা।

এয়ারটেলের তরফে এই প্রিপেইড এবং ডেটা প্ল্যানগুলির ট্যারিফ বৃদ্ধির প্রসঙ্গে বলা হয়েছে যে এই দাম বেড়ে যাওয়ার ফলে 5G নেটওয়ার্কের রোলাআউটের পদ্ধতিটি আরও প্রশস্ত হবে। প্রসঙ্গত, এয়ারটেলের তরফে 2022 সালের শুরুর দিকে 5G নেটওয়ার্কের ট্রায়াল শুরু হবে। এয়ারটেলের মতন রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া সংস্থাও আগামী বছর থেকে 5G নেটওয়ার্কের রোলআউট শুরু করবে বলে জানা গিয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo