Airtel-with-JioHotstar-plan.jpg
Jio এর পর Airtel ভারতের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি। দেশের অর্ধেক গ্রাহকরা এয়ারটেল সিম ব্যবহার করেন। এয়ারটেল তার গ্রাহকদের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। দামি থেকে সস্তা পর্যন্ত এয়ারটেল এর কাছে বিভিন্ন রিচার্জ প্ল্যান রয়েছে। আপনি যদি এয়াটরটলে গ্রাহক হন তবে এখানে আমরা এয়ারটেল এর তিনটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড সুবিধা সহ JioHotstar এর ফ্রি এক্সেস পাওয়া যায়। আসুন এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
এয়ারটেল এর 398 টাকার প্ল্যান সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। এতে গ্রাহকরা JioHotstar এর ফ্রি এক্সেস পাওয়া যাবে। এই প্ল্যানে পুরো 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা এবং প্রতিদিন 100 ফ্রি SMS পাওয়া যাবে। এছাড়া থাকছে প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং সুবিধা।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ Vivo V50 5G ভারতে লঞ্চ, জানুন কত দামে কেনা যাবে
এখানে আরেকটি এয়ারটেল রিচার্জ প্ল্যান রয়েছে যা 1029 টাকায় আসে। এতে পুরো 84 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। 84 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকদের আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি SMS অফার করা হয়। ডেটার ক্ষেত্রে এতে 2 জিবি ডেটা পাওয়া যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানে কোম্পানি JioHotstar এর ফ্রি এক্সেসও দিচ্ছে।
আপনি যদি বার্ষিক রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এয়ারটেল এর 3999 টাকার এই প্ল্যান কাজে আসতে পারে। এতে পুরো 1 বছরের ভ্যালিডিটি দেওয়া হয়। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি SMS পাবেন। সাথে প্রতিদিন 2.5 জিবি ডেটা সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয় গ্রাহকরা এই প্ল্যানে JioHotstart এর ফ্রি এক্সেস পাবেন।
আরও পড়ুন: 2 মার্চ ভারতে লঞ্চ হবে 200MP ক্যামেরা এবং 16GB RAM সহ নতুন Xiaomi ফোন, দাম কত হবে জানুন