Airtel এর দুটি রিচার্জ প্ল্যান রয়েছে, এতে Netflix এবং Disney Hotstar-এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে
এই রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে
OTT সাবস্ক্রিপশন সহ এয়ারটেল এর প্রথম রিচার্জ প্ল্যানের দাম 869 টাকা
airtel IPL 2024 Bonanza sale full details
Airtel OTT Prepaid Plans: টেলিকম কোম্পানি এয়ারটেল তার গ্রাহকদের প্রিপেইড রিচার্জ প্ল্যানে অনেক সুবিধা অফার করে। গ্রাহকদের চাহিদা দেখে কোম্পানি এতে OTT সুবিধাও দিচ্ছে। এয়ারটেলের কাছে দুটি রিচার্জ প্ল্যান রয়েছে। এতে Netflix এবং Disney Hotstar-এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়।
Airtel 869 টাকার প্রিপেইড প্ল্যান
OTT সাবস্ক্রিপশন সহ এয়ারটেল এর প্রথম রিচার্জ প্ল্যানের দাম 869 টাকা। এই প্ল্যানটি 84 দিনের ভ্যালিডিটির সাথে আসে। গ্রাহকরা 84 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া প্রতিদিন 100 SMS-ও পাঠানো যাবে।
OTT সাবস্ক্রিপশন সহ এয়ারটেল এর প্রথম রিচার্জ প্ল্যানের দাম 869 টাকা
ডেটা হিসেবে গ্রাহকরা এতে প্রতিদিন 2GB ডেটা এই প্ল্যানে পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি 3 মাসের জন্য ডিজনি হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হবে।
Airtel 1499 টাকার প্রিপেইড প্ল্যান
ওটিটি সুবিধা সহ আরেকটি প্রিপেইড প্ল্যান রয়েছে কোম্পানির কাছে। এটি 1499 টাকায় কেনা যাবে। এতেও 84 দিনের ভ্যালিডিটি দেওয়া হবে। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।
Airtel 869 টাকার প্রিপেইড প্ল্যান
ডেটা হিসেবে এই প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা অফার করা হচ্ছে। আপনি যদি 5G Smartphone ব্যবহার করেন, তবে এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবেন। এর সাথে গ্রাহকদের নেটফ্লিক্সের বেসিক মোবাইল সাবস্ক্রিপশনও দেওয়া হয়।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.