HIGHLIGHTS
Airtel TV অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে 60GB ফ্রি 4G ডাটা
Airtel তাদের পোস্টপেড ইউজার্সদের জন্য60GB ফ্রি 4G ডাটার অসাধারন অফার এটি শুধু Airtel TV অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে 60GB ফ্রি 4G ডাটা।
SurveyAirtel 60 GB ফ্রি 4G ডাটা 6 মাসের জন্য অফার করছে. আর 10GB ডাটা অটোমেটিকালি পোস্টপেড ইউজার্সদের অ্যাকাউন্টে চলে যাবে. এই অফারটি পেতে হলে ইউজার্সদের প্রথমে MyAirtel এই অ্যাপটি ডাউনলোড করতে হবে।
এটি ওপেন করলে ডাটা সারপ্রাইজ ব্যানারের অ্যাড দেখাবে, যাতে ট্যাপ করতে হবে। এর পরে স্ক্রিনে যা শো করা হবেতা ফলো করতে হবে আর এর ২৪ ঘণ্টা পরে আপনার অ্যাকাউন্টে ডাটা ক্রেডিট হয়ে যাবে।
এর আগে কোম্পানি এয়ারটেল মনসুন অফার লঞ্চ করেছিল। এই অফারেও এয়ারটেল টিভি অ্যাপ ডাউনলোড করলে ফ্রি 10GB 4G ডাটা পাওয়া যাচ্ছিল। এই অফারটি শুধু তিন মাস বৈধ ছিল। তবে এয়ারটেলের নতুন অফারটি ৬ মাস বৈধ হবে।
এয়ারটেল নতুন ক্রেতাদের জন্য আলাদা আলাদা পরিষেবা নিয়ে হাজির হচ্ছে।