জিও কে টেক্কা দিতে এয়ারটেল-এর ৯৮ টাকার প্রিপেড প্ল্য়ানে বাড়িয়ে দিল দিগুন ডেটা

HIGHLIGHTS

Airtel ৯৮ টাকার প্ল্য়ানে ডেটার পরিমান ডাবল করে দিল

একই প্ল্য়ানে ৬ জিবি ডেটার বদলে ১২ জিবি হাইস্পিড ডেটা দেওয়া হবে Airtel

জিও তার ১০১ টাকার প্রিপেড প্ল্য়ানে ১২ জিবি হাইস্পিড ডেটা দিচ্ছে

জিও কে টেক্কা দিতে এয়ারটেল-এর ৯৮ টাকার প্রিপেড প্ল্য়ানে বাড়িয়ে দিল দিগুন ডেটা

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে প্রায় সব সংস্থা তাদের কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে বলে। আর তার সাথে বেড়ে যাচ্ছে ইন্টারনেটের ব্য়বহার। এই স্থিতির সুজোগ নিয়ে টেলিকম কোম্পানিরা নিয়ে আসছে একের পর এর নিত্য় নতুন প্ল্য়ান।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সম্প্রতি এয়ারটেল তাদের প্রিপেড গ্রাহকদের কথা মাথায় রেখে তার ৯৮ টাকার প্ল্য়ানে ডেটার পরিমান ডাবল করে দিল। অন্য় দিকে মুকেশ আম্বানির সংস্থা জিও তার ১০১ টাকার প্রিপেড প্ল্য়ানে ১২ জিবি হাইস্পিড ডেটা দিচ্ছে। Jio কে টেক্কা দিতেই Airtel ও বাজারে নামিয়ে দিল নতুন অফার।

এয়ারটেল তার প্রিপেড প্ল্য়ানের সুবিধাগুলি কে দিগুণ করছে। এই প্ল্য়ানে আগে গ্রাহকরা ৬ জিবি ডেটার সুবিধা পেতো। কিন্তু এবার ওই একই প্ল্য়ানে ৬ জিবি ডেটার বদলে ১২ জিবি হাইস্পিড ডেটা দেওয়া হবে Airtel গ্রাহকদের। তবে জানিয়ে রাখি যে এই ৯৮ টাকার প্রিপেড প্য়ানে কোন ভয়েস কল বা SMS-এর সুবিধা পাবেন না।

এছাড়া এই প্ল্য়ানের সুবিধা মাত্র ২৮ দিন অবদি পাবেন। মানে এই প্ল্য়ানের ভেলিডিটি থাকবে ২৮ দিন পর্যন্ত।

অন্য় দিকে Airtel-এর ৯৮ টাকার প্ল্য়ানগুলি ছাড়াও রযেছে আরও অনেক প্ল্য়ান। এর মধ্য়ে ৫০০ টাকা, ১০০০ টাকা ও ৫০০০ টাকার রিচার্জ প্ল্য়ানে অনেক বেশি সুবিধা দিছে এই টেলিকম কোম্পানি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo