Airtel দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি। এয়ারটেল এর পোর্টফলিওতে একাধিক সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে। কোম্পানি সম্প্রতি তার 2G গ্রাহকদের জন্য ডেটা ছাড়া ভয়েস অনলি প্ল্যান চালু করেছে। এছাড়া কোম্পানির কাছে গ্রাহকদের জন্য 200 টাকার কম দামের একটি সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং সহ ডেটা সুবিধা পাবেন।
এটারটেল এর কাছে 199 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্রিপেই রিচার্জ প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, কোম্পানি এতে ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুবিধা দিচ্ছে। এছাড়া এতে গ্রাহকরা ফ্রি নেশনাল রোমিং সুবিধাও পাবেন।
আরও পড়ুন: 5000 টাকা সস্তা বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সহ Motorola AI ফোন, জলে পড়লেও নষ্ট হবে না
ভ্যালিডিটির ক্ষেত্রে গ্রাহকরা এতে 28 দিনের মেয়াদ পাবেন। এতে মোট 2 জিবি ডেটা অফার করছে কোম্পানি। এই ডেটা কোনো লিমিট ছাড়াই ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, গ্রাহকরা এতে 100 SMS সুবিধাও পাবেন। 28 দিনের ভ্যালিডিটি সহ কোম্পানির এটি সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যান।
ভারতী এয়ারটেল তার গ্রাহকদের জন্য 28 দিনের ভ্যালিডিটি সহ একটি আরও প্ল্যান অফার করে। এই রিচার্জ প্ল্যানের দাম 349 টাকা। এতে গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা দেওয়া হয়। এছাড়া এতে ফ্রি নেশনাল রোমিং সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকরা এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি হাই স্পিড ডেটা অফার করা হয়। সাথে এতে প্রতিদিন 100 SMS ফ্রি পাওয়া যাবে। কোম্পানি এতে অতিরিক্ত সুবিধাও অফার করছে।