5000 টাকা সস্তা বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সহ Motorola AI ফোন, জলে পড়লেও নষ্ট হবে না

5000 টাকা সস্তা বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সহ Motorola AI ফোন, জলে পড়লেও নষ্ট হবে না

আপনি যদি একটি টাফ এবং শক্তিশালী ডিজাইন সহ স্মার্টফোন কিনতে চান তবে Motorola এর এই ফোন একটি ভাল বিকল্প হতে পারে। 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 50 ফোনটি 5000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। মোটোরোলার এই ফোনটি সেলফি সেন্ট্রিক ফোন। এই সেল লিমিটেড সময়ের জন্য পাওয়া যাবে। আসুন মোটো এজ 50 ফোনে পাওয়া ছাড়, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 ফোনে দুর্দান্ত ডিল

মোটো এজ 50 ফোনের 8GB RAM+256GB মডেলটি ফ্লিপকার্ট সাইটে 5000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এজ 50 ফোনটি কোম্পানি 27,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। এই ফোন ফ্লিপকার্টে 23,999 টাকায় লিস্ট করা। যার মানে 4,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন।

আরও পড়ুন: 14 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G ফোন, জানুন কোথায় পাবেন এই চমকে দেওয়া অফার

Motorola Edge 50 smartphone gets Massive Price Drop

এছাড়া এই ফোনে 1000 টাকার ব্যাঙ্ক ছাড়ও দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে এই ফোনের দাম আরও কমে 22,999 টাকা হয় যাবে। সাথে গ্রাহকরা পুরনো ফোন এক্সচেঞ্জ করে 1000 টাকার অতিরিক্ত ছাড় দিচ্ছে কোম্পানি।

মোটোরোলা এজ 50 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 50 ফোনে 6.7-ইঞ্চির সুপার HD pOLED কার্ভড ডিসপ্লে রয়েছে। এটি 1900 নিটস পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট করে। ফোনে কোম্পানি স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজি অফার করেছে, যা ভেজা হাতেও ফোন ব্যবহার করা যাবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে মোটোরোলা এজ 50 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসে। এতে 50MP Sony-Lytia 700C প্রাইমারি সেন্সর, 3x অপটিকাল জুম সহ 10MP টেলিফটো শুটার এবং 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা। সেলফি তোলার ক্ষেত্রে এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে মোটোরোলা এজ 50 ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 68W ওয়্যারড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: Airtel এর তিনটি সস্তা রিচার্জ প্ল্যানে মিলবে বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন, সাথে আনলিমিটেড কলিং এবং ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo