Zopo Flash X1, Flash X2 18:9 HD ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল

Zopo Flash X1, Flash X2 18:9 HD ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Zopo Flash X1 এর দাম 6,999 টাকা আর Flash X2 এর দাম 8,999 টাকা

চিনের স্মার্টফোন তৈরির কোম্পানি Zopo তাদের Flash X1, Flash X2 স্মার্টফোন দুটি লনহ করেছে। Zopo Flash X1 এর দাম 6,999 টাকা আর Flash X2 এর দাম 8,999 টাকা। এই দামে ব্যান্ডব্যাগন ফিচার অফার করে এটি এরকমের সবথেকে সস্তা ফোন। দুটি ডিভাইসই IFA  বার্লিন 2017 তে লঞ্চ করা হয়।

 

Zopo Flash X1 আর Flash X2 ফোনে 18: 9 HD IPS ডিসপ্লে আছে, স্ক্রিন-টু বডি অনুসারে এটি 83%। Flash X1 ফোনটিতে 5.5 ইঞ্চির স্ক্রিন আছে আর এতে মিডিয়াটেক MT6737 প্রসেসার দেওয়া হয়েছে। এতে 2500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। Flash X2 তে 5.99 ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক MT6737T SoC আর 3800mAh এর ব্যাটারি আছে।

দুটি ফোনেই 16GB’র স্টোরেজের সঙ্গে 2GB র‍্যাম যুক্ত, ইন্টারনাল স্টোরেজ কে 128GB অব্দি বাড়ানো যায়। দুটি ফোনেই 8MP’র রেয়ার ক্যামেরা আছে আর ফ্রন্টে 5MP’র ক্যামেরা দেওয়া হয়েছে।

ZOPO মোবাইলের CEO সঞ্জীব ভাটিয়া বলেছেন যে, ‘আমরা সব সময় সবার জন্য কিছু নতুন আর ইনোভেটিভ নিয়ে আসার চেষ্টায় থাকি। আমরা সবার প্রথমে ডেকা-কোর নিয়ে এসেছি, সবার আগে সব থেকে সস্তা ডুয়াল ক্যামেরা এনেছি আর এবার সব থেকে সস্তা 18:9 টেকনলজি নিয়ে এসেছি’।

এই দুটি স্মার্টফোনে Micromax Canvas Infinity র থেকে 18:9 অ্যাস্পেক্ট রেশিও অফার করা সব থেকে সস্তা ফোন হবে। ক্যানভাস ইনফিনিটি 9,999 টাকায় গত মাসে লঞ্চ হয়েছিল। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 চিপস্টেক, 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo