Xiaomi Redmi 5A স্মার্টফোনটি 5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে

HIGHLIGHTS

Xiaomi Redmi 5A এর দাম প্রায় Rs 6,000 আর এই স্মার্টফোনটি আগামী বছরের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে

Xiaomi Redmi 5A স্মার্টফোনটি 5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে

Xiaomi চিনে Redmi 5A লঞ্চ করেছে যা এন্ট্রি লেভেল Redmi 4A স্মার্টফোনের জায়গা নেবে। আগে লিক হওয়া এই ফোনের পোস্টারে এই ডিভাইসের কিছু স্পেশিফিকেশান জানা গেছিল, যা এই ডিভাইসের সঙ্গে মিলে গেছে।
Redmi 5A আর Redmi 4A ফোনটির সবথেকে বড় পার্থক্য এর মেটাল বিল্ড ডিজাইন আর ব্যাটারি লাইফ। এই স্মার্টফোনটিতে 5 ইঞ্চির HD ডিসপ্লে আছে যা 1280 x 720 পিক্সাল রেজিলিউশান যুক্ত আর এই স্মার্টফোনটি Redmi 4A এর মতনই স্ন্যাপড্র্যাগন 425 চিপস্টেক যুক্ত। এই স্মার্টফোনটিতে 2GB র‍্যাম আর 16GB’র স্টোরেজ আছে আর এই স্টোরেজকে 128GB অব্দি বাড়ানো যায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi 5A ফোনটিতে 13MP’র প্রাইমারি ক্যামেরা আছে যা f/2.2 অ্যাপার্চার, প্যানোরমা মোড, বার্স্ট মোড, ফেসিয়াল রেকগনিজেশান আর মনোক্রোম ফ্ল্যাশের টেম্পারেচার যুক্ত। এই হ্যান্ডসেটে 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে যা f/2.0 অ্যাপার্চার, সেলফি কাউন্টডাউন আর ফেশিয়াল রেকগনিজেশান সাপোর্ট করে। এর মেন ক্যামেরাতে 30fps এ 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে আর 30fps এ 720p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এই স্মার্টফোনটি নতুন স্মার্ট অ্যাসিস্টেন্স, স্প্লিটার স্ক্রিন মাল্টিটাস্কিং আর ইমেজ সার্জ ফিচার যুক্ত আর এর সঙ্গে এটি MIUI 9 এ চলে। এটি কালার টেম্পারেচারের অ্যাডজাস্ট করার জন্য নতুন প্রোটেকশান মোড সাপোর্ট করে। এই হ্যান্ডসেটটি Wi-Fi, ব্লুটুথ 4.1, GPS আর 4G LTE সাপোর্ট করে।

Redmi 5A ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে আর এর ডাইমেনশান 140.4 x 70.1 x 8.35 mm। এই স্মার্টফোনটি গোল্ড, রোজ গোল্ড আর সিলভার গ্রে কালারে পাওয়া যাচ্ছে আর এর দাম 599 Yuan (প্রায় Rs 5,990)। Redmi 5A একটি নির্ভরযোগ্য ফোন। এই হ্যান্ডসেটটি চিনে JD.com আর Lynx ইত্যাদিতে পাওয়া যাবে। Redmi 4A ভারতে মার্চে লঞ্চ হয়েছিল আর এবার আশা করা হচ্ছে যে এই ফোনটিও ভারতে মার্চে লঞ্চ হবে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo