Xiaomi Redmi 5 আর Redmi 5 Plus ফোন দুটি স্লিম বেজেল আর 18:9 ডিসপ্লে নিয়ে লঞ্চ হল

Xiaomi Redmi 5 আর Redmi 5 Plus ফোন দুটি স্লিম বেজেল আর 18:9 ডিসপ্লে নিয়ে লঞ্চ হল
HIGHLIGHTS

দুটি স্মার্টফোনেই 18:9 রেশিও যুক্ত বড় ডিসপ্লে আছে যা HD+ রেজিলিউশান যুক্ত, Xiaomi Redmi 5 ফোনটিতে 5.7 ইঞ্চির ডিসপ্লে আর স্ন্যাপড্র্যাগন 450 চিপসেট আছে আর সেখানে Redmi 5 Plus 5.99 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এতে স্ন্যাপড্র্যাগন 625 দেওয়া হয়েছে

সাওমি তাদের লেটেস্ট স্মার্টফোন Redmi 5 আর Redmi 5 Plus চিনে লঞ্চ করেছে। আগে থেকেই জানাচগিল যে ফোন দুটি 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে যুক্ত হবে। কোম্পানি দাবি করেছে যে নতুন ডিসপ্লে লম্বা আর মিডিয়া ও গেমিং এর অভিজ্ঞতার জন্য বেশ ভাল হবে। এই ফোনটির অন্য একটি বড় বৈশিষ্ট্য এই যে ডিভাইসটি মেটাল বডির আর এটি সফট টোন সেলফি লাইট যুক্ত। দুটি ফোনই চিনে ১২ ডিসেম্বর থেকে সেলের জন্য পাওয়া যাবে। তবে এই ফোন দুটি ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Xiaomi Redmi 5 এর 2GB আর 3GB র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে আর Redmi 5 Plus স্মার্টফোনটির 3GB আর 4GB র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। Xiaomi Redmi 5এর 2GB র‍্যাম ও 16GB রোম ভেরিয়েন্টটির দাম CNY 799 (7,800 টাকা প্রায়) আর এই ফোনটির  3GB র‍্যাম ও 32GB রোম ভেরিয়েন্টটির দাম CNY 899 ( 8,800 টাকা প্রায়)। Xiaomi Redmi 5 Plus ফোনটির 3GB র‍্যাম ও 32GB রোম ভেরিয়েন্টের দাম CNY 999 (9,700 টাকা প্রায়) আর এইফ ফোনের 4GB র‍্যাম আর 64GB রোম ভেরিয়েন্ট মডেলের দাম CNY 1,299 (12,700 টাকা প্রায়)।

দুটি স্মার্টফোনই ডুয়াল সিমের ফোন আর দুটির অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর দুটি HD+ ডিসপ্লে অফার করে যার রেজিলিউশান 720x1440p। Xiaomi Redmi 5   ফোনটির ডিসপ্লে    5.7 ইঞ্চির আর এটি স্ন্যাপড্র্যাগন 450 চিপসেট যুক্ত আর সেখানে Redmi 5 Plus 5.99 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এতে স্ন্যাপড্র্যাগন 625 আছে।

এই স্মার্টফোন দুটির ক্যামেরা কেমন তা দেখে নেওয়া যাক এতে 12MP’র রেয়ার ক্যামেরা আছে যা 1.25- মাইক্রোন পিক্সাল যুক্ত আর এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 5MP’র যা সফট টোন সেলফি নিতে পারে। এই ফোন দুটিতে প্রি-লাইট বিউটিফাই 3.0 অ্যাপের সঙ্গে ইম্প্রুভড পোট্রেট শটের অপশান আছে।

ফোন দুটির স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়। Redmi 5 ফোনটির ব্যাটারি 3300mAh আর সেখানে Redmi 5 Plus স্মার্টফোনটিতে 4000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের MIUI 9 এ কাজ করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo