Xiaomi Redmi 5 Plus এর রিটেল বক্স লিক হয়েছে

HIGHLIGHTS

Xiaomi Redmi 5 Plus আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হতে পারে। লিক ইমেজে একটি রিটেল বক্স দেখা যাচ্ছে যার কভারে 5 Plus এর অলঙ্করণ করা হয়েছে

Xiaomi Redmi 5 Plus এর রিটেল বক্স লিক হয়েছে

Xiaomi’র রুমার্ড Redmi 5 Plus স্মার্টফোনের ছবি অনলাইনে দেখা গেছে। ডিভাইসের ছবি লিক হয়নি, তবে এর রিটেল বক্সের ছবি দেখা গেছে। mydrivers এর রিপোর্ট অনুসারে, Xiaomi খুব তাড়াতাড়ি Redmi 5 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লিক হওয়া ছবিটি Redmi 5 এর হায়ার ভেরিয়েন্ট বলে মনে করা হচ্ছে। যা Redmi 5 Plus হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi 5 Plus স্মার্টফোনটি Redmi 5 এর বড় ভার্শান হতে পারে আর রিপোর্ট অনুসারে, এর সঙ্গে Redmi 4A এর মিল আছে, এই ডিভাইসটি Redmi 5A  ভেরিয়েন্টঅ হতে পারে। সাম্প্রতিক লিকে, Xiaomi Redmi 5 এর ছবি দেখা গেছিল, যা থেকে এর স্পেসিফিকেশান আর দাম জানা গেছে।

Redmi 5 Plus ডিজাইনের ক্ষেত্রে Redmi 4 এর মতন হবে, কিন্তু এতে সাইড অ্যান্টেনা লাইন থাকবেনা। এই স্মার্টফোনে 5.5 ইঞ্চির FHD IPS 1080p ডিসপ্লে আর মিডিয়াটেক হেলিও P25 প্রসেসার থাকবে। Redmi 5 Plus স্মার্টফোনে স্ন্যাপড্র্যাগন ভার্শান থাকতে পারে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি ভেরিয়েন্টে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ থাকবে আর অন্য ভেরিয়েন্টটিতে 4GB র‍্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে।

এই ডিভাইসটিতে 16MP আর 5MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই স্মার্টফোনে ফ্রন্টে 12MP’র সেলফি শুটার থাকতে পারে। Redmi 5 Plus এর দাম 899 Yuan (Rs 8838.11 প্রায়) থেকে শুরু হতে পারে, আর সেখানে Redmi 5 এর দাম 1,099 Yuan (Rs 11,000 প্রায়) হতে পারে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo