এই স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64-বিট অক্টা-কোর প্রসেসার যুক্ত হতে পারে
আমরা জানি যে সাওমি Xiaomi Mi Note 2 এর নতুন ভেরিয়েন্টের ওপর কাজ করছে আর তাড়াতাড়িই বাজারে Xiaomi Mi Note 3 স্মার্টফোন আসতে চলেছে. এবার একটি টাটকা লিক অনুসারে জানা গেছে যে,2017 সালের তৃতীয় ভাগে এই নতুন ভার্শনটি আনা হতে পারে.
এর সঙ্গে খবর পাওয়া গেছে যে এতে OLED ডিসপ্লে থাকবে. এর সঙ্গে এই ফোন গুলির সঙ্গে কোম্পানি Mi মিক্স 2 কেও নিয়ে আসবে. গত বছরেও Xiaomi Mi Note 2 আর Xiaomi Mi Mix কেও এক সঙ্গে লঞ্চ করা হয়েছিল.
এর আগে সামনে আসা রিপোর্ট অনুসারে, Xiaomi Mi Note 3 তে কার্ভড ডিসপ্লে থাকবে, যেমন Mi Note 2 তে দেখা গেছে তেমনই. এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64-বিট অক্টা-কোর প্রসেসার যুক্ত হবে. এর সঙ্গে এতে 8GB র্যাম আর 128GB/256GB র ইন্টারনাল স্টোরেজও থাকবে. এতে 5.7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 4070mAh এর ব্যাটারি থাকবে. এর দাম $750 (Rs. 48,213) এর কাছে হতে পারে.