XIAOMI MI MIX 4 5G ফোনটি সার্টিফিকেশান পেয়েছে

XIAOMI MI MIX 4 5G ফোনটি সার্টিফিকেশান পেয়েছে
HIGHLIGHTS

Xiaomi Mi Mix 3 5G প্রথম 5G ফোন যা ইউরোপে এসে গেছে

এই ফোনটি চিনের MIIT সার্টিফিকেশান পেয়েছে

আমরা যদি Xiaomi Mi Mix 3 5G ফোনের বিষয়ে কথা বলি তবে এই ফোনটি প্রথম 5G ফোন যা ইউরোপ আর কোরিয়াতে পৌঁছে গেছে। এই জেনারেশানের একটি মোবাইল ফোন এবার কাজ করছে। আর এও বলা যায় যে এই ফোনটি চিনের MIIT সার্টিফিকেশান পেয়েছে।

নতুন একটি সাওমি ফোন M1908F1XE মডেল নাম্বারের সঙ্গে MIIT র ওয়েবসাইটে দেখা গেছে এই ফোনটি 5G কানেক্টিভিটি যুক্ত। আর এই ফোনের লিস্টিং থেকে এই ফোনের নামের বিষয়ে জানা জায়নি, তবে আর মানে এই যে লিস্টিংয়ে Xiaomi Mi Mix 4 5G ফোনের নাম নেওয়া হয়নি।

আর এছাড়া এও বলা যায় যে সাওমির CEO Lei Jun কিছু দিন আগে বলেছিলেন যে দ্বিতীয় হাফে 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।

আপনাদের জানিয়ে রাখি যে এখনও 5G ফোনের সঙ্গে কাস্ট অ্যাড হয়নি যা হাই এন্ড স্মার্টফোনে থাকে। তবে এবার সাওমির কাছে বেশি অপশান নেই আর তাই এখনই কিছু হবে না।

সোর্সঃ

নোটঃ ওপরের ছবিটি একটি কাল্পনিক ছবি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo