Mi Mix 2s স্মার্টফোনটির ক্যামেরাকে Mi 8 য়ের মতন করার জন্য সাওমি নতুন আপডেট দিচ্ছে

Mi Mix 2s স্মার্টফোনটির ক্যামেরাকে Mi 8 য়ের মতন করার জন্য সাওমি নতুন আপডেট দিচ্ছে
HIGHLIGHTS

Mi Mix 2s আর Mi 8 স্মার্টফোনের ক্যামেরা সেটআপ এক তবে DxOMark স্কোর অনুসারে Mi8য়ের পার্ফর্মেন্স ভাল

সাওমির CEO, Lei Jun বলেছেন যে Mi Mix 2S য়ের ক্যামেরার ডুয়াল ক্যামেরা সেটআপ খুব তাড়াতাড়ি Mi 8 য়ের মতন আপগ্রেড করা হবে। সাওমি সম্প্রতি তাদের অষ্টম অ্যানিভার্সারিতে এক গুচ্ছ নতুন ডিভাইসের কথা ঘোষনা করেছে। আর তাদের ফ্ল্যাগশিপ Mi 8 ফোনটি খবরের শিরোনামে আছে। এই স্মার্টফোনের ডিসপ্লের টপে একটি নচের সঙ্গে কোম্পানির প্রথম ডিভাইস আর এটি 3D ফেস আনলক ফিচার আর একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত। আর যেমন আইফোন এক্স, গুগগল পিক্সাল ২ য়ে আছে ডক্সওমার্ক মোট 99টি কুল স্কোর করেছে । তবে Siaomi Mi Mix 2S ও Mi 8 য়ের মতন ক্যামেরা সেটআপ যুক্ত কিন্তু এর অপ্টিকাল স্কোর একটু কম 97 ডক্সওমার্কে।

Mi 8 আর Mi Mix 2Sয়ে অপ্টিক্স একদম একই  আর এবার এই দুটি সফটোয়্যারের মিস্থন আর যা ছবি ইলতে সেন্সারের ব্যাবহার করে। এর ক্যামেরাতে একটি f/1.8 12mPআর অন্যটি একটি f/2.4 12MPর টেলিফটো লেন্স যুক্ত যাতে 1.4মাইক্রনের পিক্সাল সোনি আইম্যাক্স 363 সেন্সারে আর ডুয়াল পিক্সাল অটোফোকাস আছে। দুটি ক্যামেরা অ্যাপে কৃতিম AI নির্ভর সুবিধা যেমন ফেস রেকগজেশান, অটো কালার লেভেলে উন্নতি আর বেশি আছে। ফেস রেকগজেশান, বোখে মোড আরও বেশি ভাল। তবে Mi 8 য়ের ক্যামেরা অ্যাপে সব থেকে বেশি সম্ভবনা আছে কিন্তু কম আলোতে এটি বেশি ভাল পার্ফর্ম করে। আর অপ্টিকাল জুম করা শট নেওয়ার সময়েও ভাল পার্ফর্মেন্স করে। Mi mIx 2S য়ের ক্যামেরা আপগ্রেড খুব তাড়াতাড়ি OTP আপডেটের মাধ্যেমা সবে বলে মনে করা হচ্ছে।

আগেই বলা হয়েছিল যে সাওমি সম্প্রতি চিনে তাদের অষ্টম অ্যানিভার্সারিতে Mi 8 ফোনটি লঞ্চ করেছে। আর কোম্পানি Mi 8 Explorer Edition য়ের কথাও বলেছে যা একটি ভাল ব্যাক প্যানেলে সঙ্গে আসবে। আর এটি এর একটি ছোট একটু কম শক্তিশালী এডিশান। Mi 8 Se লঞ্চ করা হয়েছে। 6GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে Mi 8 য়ের দাম 2699 Yuan (28,460 টাকা) আর এর দাম যথাক্রমে 128GB আর 256GB স্টোরেজের দাম 2999 Yuan (31,620টাকা) আর 3299Yuan (34,785টাকা)।

Mi 8 ফোনটিতে একটি 6.21ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে আর ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্যাল্টফর্ম আছে। আর এর MIUI9 আছা যা অ্যান্ড্রয়েড ওরিও 8.1 নির্ভর তবে কোম্পানি খুব তাড়াতাড়ি একে MIUI 10য়ের আপডেট দেবে। আর এই ডিভাইসের ফ্রন্টে একটি 20MPর ক্যামেরা সেন্সার আছে । এর ব্যাটারি 3400mAh।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo