মাত্র 35 মিনিটে চার্জ হবে XIAOMI MI 10 PRO

মাত্র 35  মিনিটে চার্জ হবে  XIAOMI MI 10 PRO
HIGHLIGHTS

66W ফাস্ট চার্জিং যুক্ত ডিভাইস

লঞ্চ হতে পারে Xiaomi Mi 10

শাওমির রিপোর্ট অনুসারে কোম্পানি Xiaomi Mi 10 আর Mi 10 Pro স্মার্টফোনে কাজ করছে। আর এই ফোন দুটি 2020 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হবে। নতুন একটি রিপোর্ট অনুসারে Mi 10 Pro ফোনে শুধু 35 মিনিটের সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

চিনের মাইক্রো বল্গিং ওয়েবসাইট ওয়েবোতে একজন টিপস্টার অনুসারে শাওমির Mi 10 টপ সিরিজের ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে আসবে। Mi 10 Pro ফোনটি শুধু 35 মিনিটে ফুল চার্জ হবে। আর টিপস্টার এর সঙ্গে এও বলেছেন যে শাওমির 50W ওয়ারলেস চার্জিং সম্পূর্ণ ভাবে নেই আর এও হতে পারে যে তা 2020 সালে এসে যাবে।

Foxconn ইন্সাইডার সুত্রানুসারে Xiaomi Mi 10 আর  Mi 10 Pro ফোন দুটি J2আর J1 কোডনেমের সঙ্গে আসবে। আর আশা করা হচ্ছে যে Xiaomi MJ2001J2E/C 5G রেডি ফোন Xiaomi Mi 10 হবে যা 3C অ্যাপ্রুভাল পাবে আর এই ফোনটি যে 30W ফাস্ট চার্জ সাপোর্ট করবে তাও জানা গেছে।

Xiaomi MJ2001J1E/C 5G (Xiaomi Mi 10 Pro) স্মার্টফোনটি 3C র লিস্টিং থেকে জানা গেছে যে ডিভাইসে MDY-11-EB চার্জার দেওয়া হবে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সম্প্রতি শাওমির প্রেসিডেন্ট লিন বিন শাওমি মি 10 pro ফোনের বিষয়ে নিশ্চিত করেছেন। আর তিনি একটি প্রশ্নের উত্তরে বলেন যে Mi 9 Proর জায়গা নিতে  Mi 10 Pro আসবে। আর এই স্মার্টফোনের বিষয়ে আর কিছু জানা জায়নি।  

Digit.in
Logo
Digit.in
Logo