Xiaomi 11T এবং Xiaomi 11T Pro লঞ্চ, রয়েছে 108MP ক্যামেরা এবং 8 জিবি RAM, জানুন স্পেসিফিকেশন

Xiaomi 11T এবং Xiaomi 11T Pro লঞ্চ, রয়েছে 108MP ক্যামেরা এবং 8 জিবি RAM, জানুন স্পেসিফিকেশন
HIGHLIGHTS

Xiaomi সম্প্রতি তার স্মার্টফোন ফ্ল্যাগশিপে Xiaomi 11T সিরিজ

Xiaomi 11T এবং Xiaomi 11T Pro মডেলে রয়েছে 108MP ক্যামেরা

Xiaomi 11T সিরিজের স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে সঙ্গে FHD+ 2400X1080 পিক্সেল রেজোলিউশন

Xiaomi সম্প্রতি তার স্মার্টফোন ফ্ল্যাগশিপে Xiaomi 11T সিরিজ এনেছে এই নতুন লাইনআপে রয়েছে Xiaomi 11T এবং Xiaomi 11T Pro ডিভাইস। যেখানে রয়েছে  আরও উন্নত ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে ও আরও অনেক কিছু। এছাড়াও কোম্পানি লঞ্চ করেছে Xiaomi 11 Lite 5G NE যেখানে রয়েছে একাধিক প্রিমিয়াম ফিচার। এই নতুন প্রিমিয়াম স্মার্টফোন এসেছে Xiaomi 11 ডিভাইসের ব্যাপক জনপ্রিয়তার ফলাফল হিসেবে। পাওয়া যাবে এক্কেবারে নতুন স্নোফ্লেক হোয়াইট কালার অপশনে। এছাড়াও লঞ্চ হয়েছে নতুন Xiaomi Pad 5 যা শাওমি ব্র্যান্ডের এক্কেবারে নতুন ট্যাবলেট।

আসুন জেনে নেওয়া যাক নতুন Xiaomi 11T সিরিজের মডেলগুলি সম্পর্কে বিস্তারিত-

Xiaomi 11T সিরিজের স্মার্টফোনে রয়েছে  6.67 ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলয়েড ডিসপ্লে সঙ্গে এফএইচডি প্লাস 2400X1080 পিক্সেল রেজোলিউশন। ডিসপ্লেতে  রয়েছে 120Hz রিফ্রেশ রেট যার অ্যাসপেক্ট রেশিও 20:9। সেইসঙ্গে রয়েছে 480Hz পর্যন্ত টাচ স্যাম্পেল রেট, HDR 10 প্লাস ফিচার ও 1000 নিটের ব্রাইটনেস। প্রো মডেল সাপোর্ট করে ডলবি ভিশন।

Xiaomi 11T ডিভাইসে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 আলট্রা প্রসেসর। অন্যদিকে Xiaomi 11T Pro ডিভাইসে রয়েছে  কোয়াল্কম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। দুটি স্মার্টফোনেই রয়েছে 5000 mAh ব্যাটারির সুবিধা। তবে Xiaomi 11T Pro ডিভাইসে রয়েছে 120W শাওমি হাইপারচার্জ সাপোর্ট। ভ্যানিলা 11T ডিভাইসে রয়েছে 67W ওয়্যারড টিউব চার্জের সুবিধা।

দুটি স্মার্টফোনেই ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপ। যেখানে পাওয়া যাবে 108MP ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি লেন্স, 8MP টেলিম্যাক্রো লেন্স ও 16MP সেলফি শুটার।

Xiaomi 11T এবং Xiaomi 11T Pro স্মার্টফোন দুটি চলবে MIUI 12.5 নির্ভর Android 11 ভার্সনে। এছাড়া রয়েছে 5G সিম সাপোর্ট, Bluetooth 5.2, Wifi 6, মাল্টি ফাংশানাল NFC ও IR ব্লাস্টার। 

Xiaomi 11T পাওয়া যাবে 128GB ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে। দুটি ভ্যারিয়েন্টেই থাকবে 8GB RAM। স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটির দাম পড়বে যথাক্রমে 499 ইউরো ও 549 ইউরো।

Xiaomi 11T Pro স্মার্টফোন পাওয়া যাবে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে- 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB। এই তিনটি ভ্যারিয়েন্টের দাম পড়বে যথাক্রমে 649, 699 ও 749 ইউরো। আর্লি বুকিং করলে পাওয়া যাবে 599 ইউরোতে।

Xiaomi 11T সিরিজের প্রতিটি স্মার্টফোন পাওয়া যাবে মেটোরিট গ্রে, মুনলাইট হোয়াইট , সিলেস্টিয়াল  নীল কালার অপশনে।

অ্যাডিশনাল অফার হিসেবে দেওয়া হবে টানা দুই বছরের ওয়ারেন্টি। প্রথম ছয়মাসের মধ্যে স্ক্রিন রিপ্লেস করা যাবে  এক্কেবারে ফ্রিতে। শাওমি আরও জানিয়েছে যে তিনটি নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ও চার বছরের সফটঅয়্যার আপডেট দেওয়া হবে নতুন Xiaomi 11T সিরিজে।

 

 

 

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo