HIGHLIGHTS
Android 9 Pie EMUI 9.0 তে চলে
Honor 8S ফোনটি 5মেগাপিক্সলাএর ক্যামেরা যুক্ত
এই ফোনটির স্পেক্স অনেকটা Huawei Y5 2019 য়ের মতন
Huawei যেখানে Y5 2019 ফোনটি গ্লোবাল ওয়েবসাইটে লিস্ট করেছে সেখানে এর সাব ব্র্যান্ড Honor Honor 8s স্মার্টফোন লঞ্চ করেছে। মনে করা হচ্ছে যে Huawei Y5 2019 ফোনের মতন এই আপকামিং ডিভাইসের স্পেক্স। আর এর সঙ্গে এই ডিভাইসটি Honor Saudi website য়েও দেখা গেছে আর এর থেকে সংকেত পাওয়া গেছে যে এইও ডিভাইসটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে। আর এবার এই ফোনটি ভারতে কবে আসবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
SurveyHonor 8S ফোনটির দাম রাশিয়ান ওয়েবসাইট অনুসারে 8,490 রুবাল মানে প্রায় 8,900টাকা। আর ডিভাইসটি ব্ল্যাক, ব্লু আর গোল্ড কালারে পাওয়া যাবে।
Honor 8S ফোনটির স্পেক্সের বিষয়ে বললে বলতে হয় যে এই ডিভাইসে ডিসপ্লে নচ আর ডুয়াল টেকসচার বডি আছে। আর এর সঙ্গে সফটোয়্যারে এই অ্যান্ড্রয়েড 9পাই নির্ভর EMUI 9.0 তে চলে। আর এতে 5.71 ইঞ্চির HD+(720x1520p) ডিসপ্লে 84.6% স্ক্রিন টু বডী রেশিও যুক্ত। Honor 8S ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও A22 প্রসেসারের সঙ্গে 2GB র্যাম পাবেন।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 13মেগাপিক্সলাএর রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 5মেগাপিক্সালের। আর এই ফোনটির স্টোরেজ 32GB আর যা 512GB স্টোরেজ পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে 3,020mAh য়ের ব্যাটারি আছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।