আপনি কি কোনো নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এই খবর আপনার কাজে আসতে পারে। এখানে আমরা Poco কোম্পানির একটি ফোনের বিষয় বলতে চলেছি। POCO স্মার্টফোন তার দাম এবং ফিচারের জন্য গ্রাহকদের কাছে সবসময়ে চাহিদায় থাকে।
Poco স্মার্টফোনটি বাজেট প্রাইসের পরেও আরও সস্তায় কেনার সুযোগ রয়েছে। Poco X5 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কী কী অফার পাওয়া যাচ্ছে এই ফোনে…
POCO X5 5G ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি ই-কমার্স Flipkart সাইটে বাম্পার ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে। ফোনের আসল দাম 20,999 টাকা, তবে এই ফোনে ফ্লিপকার্ট সাইট 23 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফোনটি ছাড়ের পর 15,999 টাকায় বিক্রি করা হচ্ছে।
আপনি যদি এই ফোনটি আরও সস্তা দামে কিনতে চান,তবে তার জন্য় ই-কমার্স সাইট আপনাকে ব্যাঙ্ক অফারও দিচ্ছে।
ফ্লিপকার্ট কোম্পানি Poco এর এই ফোনে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। আপনি যদি Flipkart Axis Bank Card দিয়ে পেমেন্ট করেন, তবে পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। এখান থেকে কিনুন
এছাড়া, HDFC ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড নন-ইএমআই পেমেন্টে 1000 টাকার ছাড় পেতে পারেন। একই অফার ICICI কার্ডেও পাওয়া যাবে।
আরও পড়ুন: Airtel Vs Jio: কোন টেলিকম সংস্থা কোন প্ল্যানে রোজ 3 GB 5G ডেটা দেয়? সঙ্গে মেলে আর কোন সুবিধা?
এই ফোনে 6.67 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে।
ফোনে Qualcomm Snapdragon 695 প্রসেসরও দেওয়া হচ্ছে।
ফটোগ্রাফির জন্য় ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 48MP রয়েছে। এছাড়া, ফোনে ফ্রন্টে ক্যামেরা হিসাবে 13MP সেলফি সেন্সর রয়েছে।
Poco ফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া হয়েছে।