Vivo X70 Pro এবং Vivo X70 Pro+ হল লঞ্চ, রয়েছে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা

Vivo X70 Pro এবং Vivo X70 Pro+ হল লঞ্চ, রয়েছে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা
HIGHLIGHTS

Vivo X70 Pro এবং Vivo X70 Pro+ স্মার্টফোন লঞ্চ করেছে

Vivo X70 Pro+ পাওয়া যাচ্ছে 256GB স্টোরেজ অপশনে

Vivo X70 Pro মোবাইলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200SoC চিপসেট

Vivo X70 Pro এবং Vivo X70 Pro+ ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করেছে 30 সেপ্টেম্বর। এই দুটি নতুন মোবাইলেই রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যাতে রয়েছে Zeiss অপটিকস এবং প্রপিয়েটারি ইমেজ স্টেবিলাইজেশন টেকনোলজি যা আলট্রা সেনসিং জিম্বাল নামে পরিচিত। এই দুটি মোবাইলেই রয়েছে প্রফেশনাল ইমেজ চিপ V1 যা দেবে প্রফেশনাল গ্রেড এক্সপেরিয়েন্স। Vivo X70 Pro মোবাইলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 SoC চিপসেট। অন্যদিকে Vivo X70 Pro+ মোবাইলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ চিপসেট। Vivo X70 Pro+ IP68 সার্টিফায়েড মোবাইল এবং এতে রয়েছে 50W ওয়্যারলেস চার্জের সুবিধা। এছাড়া মিলবে 55W ওয়্যারড চার্জ ফিচার। Vivo X70 Pro হয়ে উঠতে পারে Asus ROG Phone 5 এবং One Plus 9 মোবাইলের যোগ্য প্রতিযোগী। অন্যদিকে Vivo X70 Pro+ স্মার্টফোন Samsung Galaxy S21 এবং Mi 11 Ultra মোবাইলের জায়গা নেবে।

ভারতে Vivo X70 Pro এবং Vivo X70 Pro+ স্মার্টফোনের দাম

ভারতে Vivo X70 Pro মোবাইলের 8GB RAM +128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে 46,990 টাকায়।

8GB RAM +256GB  স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 49,990 টাকা এবং 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 52,990 টাকায়। 

Vivo X70 Pro+ স্মার্টফোনের 12GB RAM+ 256GB স্টোরেজ মডেল কেনা যাবে 79,990 টাকায়।

Vivo X70 Pro মোবাইলে পাওয়া যাবে অরোরা ডন এবং কসমিক ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে । এই ফোনের সেল শুরু হবে 7 অক্টোবর থেকে। অন্যদিকে Vivo X70 Pro+ ডিভাইস কেনা যাবে 12 অক্টোবর থেকে। পাওয়া যাবে এনজিমা ব্ল্যাক কালার অপশনে। এই দুটি মোবাইলে ফোনই কেনা যাবে ফ্লিপকার্ট, Vivo ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং বিভিন্ন অফলাইন স্টোরে।

লঞ্চ অফার হিসেবে এই স্মার্টফোনের ওপর দেওয়া হবে 10% ক্যাশব্যাক তবে তা কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। ICICI ব্যাঙ্ক, Citi, Kodak, Manidra ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে বা ইএমআই ট্র্যানজ্যাকশনের ওপর পাওয়া যাবে ক্যাশব্যাক ফিচার। এই মোবাইলের ওপর  ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও রয়েছে। ফ্লিপকার্ট , Vivo ইন্ডিয়ার অনলাইন স্টোরে এই মডেলদুটির প্রি-বুকিং করা যাবে।

Vivo X70 Pro স্পেসিফিকেশন

ডিসপ্লে- 6.56 ইঞ্চির ফুল এইচডি প্লাস E5 অ্যামোলয়েড ডিসপ্লে যার স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 19.8:9 এবং রিফ্রেশ রেট 120Hz । ডিসপ্লের টাচ রেসপন্স রেট 240Hz এবং ডিসপ্লে প্রটেকশনের জন্য রয়েছে কার্ভ গ্লাস। 

প্রসেসর এবং স্টোরেজ- এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200SoC চিপসেট। ফোনে রয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজ। 

ক্যামেরা- এই ডিভাইসের রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা, আলট্রা সেন্সিং জিম্বেল টেকনোলজি সমেত। রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে 12MP আলট্রা ওয়াইড শুটার, 12MP পোট্রেট  সেন্সর এবং 8MP পেরিস্কোপ শেপড লেন্স অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত । সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 MP ক্যামেরা f/2.45 লেন্স সমেত।

ব্যাটারি ফিচার- এতে রয়েছে 4,450 mAh ব্যাটারি, 44W ফ্ল্যাশ চার্জের সুবিধাসমেত।

কানেক্টিভিটি- 5G ,4G কানেকশন, Bluetooth এবং ওয়াইফাই সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে এই মোবাইলে।

এছাড়া এই স্মার্টফোনে পাওয়া যাবে এক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট  লাইট, জিয়েরোস্কোপ, ম্যাগনেটোমিটার  এবং প্রক্সিমিটি সেন্সর।

Vivo X70 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন-

ডিসপ্লে- 6.78 ইঞ্চি WQHD+ E5 অ্যামোলয়েড ডিসপ্লে যার স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz। 

প্রসেসর এবং স্টোরেজ- এই মোবাইলে রয়েছে স্ন্যাপড্রাগন 888+ SoC চিপসেট। সঙ্গে রয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজ।

ক্যামেরা- এই মোবাইলে রয়েছে 50MP প্রাইমারি সেন্সর। এছাড়া রয়েছে 48MP সেকেন্ডারি সেন্সর f/1.6 আলট্রা ওয়াইড লেন্স জিম্বাল সাপোর্ট সমেত। সেইসঙ্গে রয়েছে 12MP পোট্রেট  সেন্সর এবং 8MP পেরিস্কোপ শেপড লেন্স  ওআইএস ফিচারের সাথে। এছাড়া রয়েছে 32MP সেলফি ক্যামেরা f/2.45 অ্যাপারচরের। 

ব্যাটারি- এতে রয়েছে 4,500mAh ব্যাটারি 55W ওয়্যারড ফ্ল্যাশ চার্জ এবং 50W ওয়্যারলেস চার্জের ফিচার সমেত। 

কানেক্টিভিটি এবং অন্যান্য-  5G, 4G কানেকশন, Bluetooth এবং ওয়াইফাই সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্টের ফিচার রয়েছে এই ডিভাইসের । এছাড়া এই স্মার্টফোনে রয়েছে এক্সেলেরোমিটার , অ্যাম্বিয়েন্ট  লাইট, জিয়েরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর সমেত পাঁচ রকমের সেন্সর।

 

 

 

Digit.in
Logo
Digit.in
Logo