Vivo V50e to launch in India on April 10 with 50MP Selfie Camera
Vivo V50 লঞ্চের পর কোম্পানি এবার Vivo V50e আগামী সপ্তাহ ভারতে লঞ্চ করা হবে। এটি কোম্পানি V40e ফোনের আপগ্রেডেড ভার্সন হিসেবে আসবে। কোম্পানি আপকামিং ভিভো ভি50ই ফোনের কালার অপশন এবং মেইন স্পেসিফিকেশন প্রকাশ করে দিয়েছে।
ভিভো তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ একটি পোস্ট করে জানিয়েছে যে ভিভো ভি50ই ফোনটি 10 এপ্রিল লঞ্চ করা হবে। এই স্মার্টফোনের ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে যে এটি Pearl White এবং Sapphire Blue কালার অপশনে আসবে জানা গেছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি50ই ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী হবে।
আরও পড়ুন: 2500 টাকার কম দামে ভারতে লঞ্চ হল HMD এর নতুন ফোন, একটি ক্লিক করা যাবে UPI পেমেন্ট
আপকামিং ভিভো ভি50ই ফোনের দাম ভারতে 25,000 টাকা থেকে 30,000 টাকার মাঝামাঝি হতে পারে।
ফ্লিপকার্ট সাইট থেকে জানা গেছে যে ভিভো ভি50ই ফোনে OIS সাপোর্ট সহ 50MP Sony IMX882 প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 116 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেকেন্ডারি ক্যামেরা থাকবে। এছাড়া ভার্টিকাল ক্যামেরা মডিউল এবং Aura লাইট হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 50MP ক্যামেরা পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট অফার করা যেতে পারে। এতে স্লিম বেজেল সহ কোয়াড কার্ভড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ আসবে।