Vivo V50 Elite Edition launched in India with Zeiss cameras Check price specs
ভিভো কোম্পানি ভারতে তার নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Vivo V50 Elite Edition লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোন সিরিজে আগেই Vivo V50 এবং V50e আগেই বাজারে আনা হয়েছে। কোম্পানির দাবি যে লেটেস্ট ভিভো ভি৫০ এলিট এডিশন ফোনটি V50 সিরিজের আপগ্রেড ভ্যারিয়্যান্ট। এতে বড় ব্যাটারি, Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং ZEISS লেন্স সহ উন্নত ক্যামেরা সেটআপ পেয়ার করা। লেটেস্ট ভিভো ভি৫০ এলিট এডিশন ফোনের সাথে Vivo TWS 3e ডার্ক ইন্ডিগো বাজারে চালু করা হয়েছে।
লেটেস্ট ভিভো ফোনটি ডায়মান্ড শিল্ড এবং IP68/IP69 রেটিং সহ আসে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট ভিভো ভি৫০ এলিট এডিশন ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী।
আরও পড়ুন: মাত্র 6499 টাকা দামে ভারতে লঞ্চ হল 5000mAh ব্যাটারি, 12GB পর্যন্ত RAM সহ সস্তা স্মার্টফোন
দামের কথা বললে, ভিভো ভি৫০ এলিট এডিশন ফোনটি 41,999 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা লেটেস্ট ভিভো ফোনে 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট বা 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।
ফিচারের কথা বললে, ভি৫০ এলিট এডিশন ফোনে 6.67-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ভি৫০ এলিট এডিশন ফোনে Snapdragon 7 Gen 3 চিপসেট দেওয়া। এটি 12GB LPDDR5 RAM এবং 512GB UFS 3.1 পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
পাওয়ার দিতে ভিভো ভি৫০ এলিট এডিশন ফোনটি 6,000 mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 অপারেটিং সিস্টামে কাজ করে।
লেটেস্ট ভিভো ফোনটি AI পাওয়ার টুল সহ আসে। এতে থাকছে AI স্ক্রিন ট্রান্সলেশন, লাইভ কল ট্রান্সলেশন, উন্নত সিগনাল কোয়ালিটির জন্য এআই সুপারলিংক এবং এআই ইরেজার 2.0 মতো ফিচার অফার করে।
ক্যামেরার ক্ষেত্রে ভিভো ভি৫০ এলিট এডিশন ফোনে 50MP ZEISS লেন্স সহ রিয়ার ক্যামেরা যা OIS সাপোর্ট করে, সাথ 50MP আল্ট্রা ওয়াইড সেন্সর সহ পেয়ার করা। এছাড়া ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
কোম্পানি ভারতীয় ভ্যারিয়্যান্টে এক্সক্লুসিভ Wedding Style Portrait Studio ফিচার অফার করছে।\
আরও পড়ুন: Nothing Phone 3 ফোনের দাম লিক, প্রিমিয়াম ফিচার সহ দেবে Galaxy S25+ ফোনকে টেক্কা