ভিভো ভারতীয় বাজারে আজ তার নতুন স্মার্টফোন Vivo V50 5G লঞ্চ করে দিয়েছে। এই প্রিমিয়াম মোবাইল ফোনে 50MP সেলফি ক্যামেরা এবং 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। সাথে 6000mAh এর বড় ব্যাটারিও পাওয়া যাবে এই ভিভো ভি50 ফোনে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি50 ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
লেটেস্ট ভিভো ভি50 ফোনটি ভারতে দুটি RAM ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 34,999 টাকা এবং 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 36,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের একটি টপ ভ্যারিয়্যান্টও আনা হয়েছে যা 12GB RAM+512GB স্টোরেজ সহ আসে, যার দাম 40,999 টাকা।
আরও পড়ুন: 2 মার্চ ভারতে লঞ্চ হবে 200MP ক্যামেরা এবং 16GB RAM সহ নতুন Xiaomi ফোন, দাম কত হবে জানুন
নতুন ভিভো ফোনটি ভারেত 25 ফেব্রুয়ারি থেকে Flipkart, Amazon এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে বিক্রি করা হবে। এই মোবাইল ফোনটি Rose Red, Starry Blue এবং Titanium Grey অপশনে কেনা যাবে। প্রথম সেলে এই স্মার্টফোনটি HDFC এবং SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড়ের সাথে কেনা যাবে।
ডিসপ্লে: ভিভো ভি50 ফোনে 6.77-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এটি আল্ট্রা স্লিম কোয়াড কার্ভড স্ক্রিন সহ আসে যা AMOLED প্যানেলে তৈরি। ফোনের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সহ 4500 নিট ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ভি50 ফোনে কোয়ালকম Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ভিভো ভি50 ফোন Android 15 এ আনা হয়েছে যা Funtouch OS 15 এর সাথে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি50 ফোনে Carl Zeiss লেন্স দেওয়া। এই 5G ফোনে তিনটি ক্যামেরা দেওয়া, তিনটি সেন্সর 50MP এর দেওয়া। ফ্রন্টে 50MP সেলফি সেন্সর রয়েছে, যা Auto Focus ফিচার সহ আসে।
ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ভি50 ফোনে শক্তিশালী 6000mAh এর ব্যাটারি দেওয়া। এই বড় ব্যাটারিকে চার্জ করতে ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
আরও পড়ুন: Airtel এর 84 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান, Jio, BSNL এবং Vi এর উড়ল ঘুম