Vivo V30 Pro: 50MP Sony Zeiss ক্যামেরা এবং 50MP সেলফি সেন্সর সহ লঞ্চ হল নতুন ভিভো ফোন, জানুন দাম

Vivo V30 Pro: 50MP Sony Zeiss ক্যামেরা এবং 50MP সেলফি সেন্সর সহ লঞ্চ হল নতুন ভিভো ফোন, জানুন দাম
HIGHLIGHTS

V30 Series আওতায় দুটি নতুন ফোন Vivo V30 এবং Vivo V30 Pro আনা হয়েছে

ভিভোর প্রো মডেলটি দুটি ভ্যারিয়্যান্টে বাজারে আনা হয়েছে। ফোনের বেস মডেল 8GB RAM+256GB স্টোরজ সহ কেনা যাবে

ভিভো প্রো মডেলে 12 জিবি RAM দেওয়া হয়েছে

Vivo আজ ভারতের বাজারে তার Vivo V30 Series লঞ্চ করেছে। এই সিরিজের আওতায় দুটি নতুন ফোন Vivo V30 এবং Vivo V30 Pro আনা হয়েছে। যদি ভিভো V30 প্রো মডেলের কথা বলি, তবে এতে পাওয়ারফুল প্রসেসর এবং দুর্দান্ত ফিচার অফার করা হয়েছে। এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের 4টি ক্যামেরা সেন্সর। আসুন ভিভো V30 প্রো ফোনের সমস্ত ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo V30 Pro Price in india

ভিভোর প্রো মডেলটি দুটি ভ্যারিয়্যান্টে বাজারে আনা হয়েছে। ফোনের বেস মডেল 8GB RAM+256GB স্টোরজ সহ কেনা যাবে। এই মডেলের দাম 41,999 টাকা। পাশাপাশি, ফোনের আরেকটি মডেল 12GB RAM+512GB স্টোরেজ সাপোর্ট করে। এটি 46,999 টাকায় কেনা যাবে।

আরও পডুন: Samsung লঞ্চ করল মাত্র 8499 টাকায় দুর্দান্ত স্মার্টফোন, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

ভি30 প্রো ফোন দুটি Andaman Blue এবং Classic Black কালার অপশনে কেনা যাবে। ফোনের বিক্রি 14 মার্চ থেকে Flipkart এবং ভিভো সাইট থেকে শুরু হবে। তবে নতুন ফোনের প্রিঅর্ডার দেওয়া শুরু হয়ে গিয়েছে।

গ্রাহকদের লঞ্চ অফারের আওতায় HDFC এবং SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

Vivo V30 Pro 5G Specifications

V30 Pro স্মার্টফোনে 6.78 ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এটি 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

Vivo V30 Pro Price in india
এতে Zeiss অপ্টিমাইজেশন সহ একটি 50MP Sony IMX920 প্রাইমারি সেন্সর রয়েছে

প্রসেসিংয়ের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি 3.1 গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডে চলবে।

ভিভো প্রো মডেলে 12 জিবি RAM দেওয়া হয়েছে। এটি 12 জিবি ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। ফোনে স্টোরেজ হিসেবে 512 জিবি পাওয়া যাবে।

ক্যামেরা হল এই ফোনের বিশেষ ফিচার। এতে Zeiss অপ্টিমাইজেশন সহ একটি 50MP Sony IMX920 প্রাইমারি সেন্সর রয়েছে। এটি 50MP Sony IMX816 পোর্ট্রেট ক্যামেরা এবং একটি 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ আসে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফ্রন্টে 50MP ক্যামেরা অফার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, প্রো 5G ফোনে শক্তিশালী 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। এই বড় ব্যাটারি ফাস্ট চার্জিং করার জন্য 80W চার্জিং প্রযুক্তি রয়েছে।

আরও পডুন: Price Cut: 50MP সেলফি ক্যামেরা 5000mAh ব্যাটারি! Vivo V29e 5G ফোন হল আরও সস্তা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo